Latest

Friday, March 25, 2022

Geography GK in Bengali PDF Part - 15।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৫

 Geography GK in Bengali PDF Part - 15

Geography GK in Bengali PDF Part - 15


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 15 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৫ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -


179. পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া কোন্ মহাসাগরে অবস্থিত ?

উত্তরঃ- পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক [ক্ষেত্রফল ৯৬,০০০ বর্গকিমি, গভীরতা ৯০ মিটার] আটলান্টিক মহাসাগরে অবস্থিত ।

180. মগ্নচড়ায় কোন্ মৎস্যখাদ্য সর্বাধিক পরিমাণে পাওয়া যায় ?

উত্তরঃ- প্ল্যাংকটন ।

181. কোন্ এককের সাহায্যে সমুদ্রস্রোতের মাধ্যমে জলপ্রবাহের পরিমাণ মাপা হয় ?

উত্তরঃ- সেভেয়ার ট্রুপ বা ভাদ্রুপ ।

182. ঋতুপরিবর্তনে কোন্ মহাসাগরের সমুদ্রস্রোতের দিক পরিবর্তন ঘটে ?

উত্তরঃ- ভারতমহাসাগর ।

183. সমুদ্রজলে উয়তার তারতম্যের প্রধান কারণ কী ?

উত্তরঃ- সূর্যরশ্মির পতনকোণের তারতম্য ।

184. হিমপ্রাচীর কোন্ মহাসাগরে দেখা যায় ?

উত্তরঃ- আটলান্টিক মহাসাগরে ।

185. সমুদ্রজলের একই স্থানে ওঠানামা করাকে কী বলে ?

উত্তরঃ- সমুদ্রতরঙ্গ ।

186. নিউফাউন্ডল্যান্ডের কাছে ঘন কুয়াশা ও ঘূর্ণিঝড় সৃষ্টির কারণ কী ?

উত্তরঃ- উপসাগরীয় স্রোত ও ল্যাব্রাডর স্রোতের মিলন ।

187. সমুদ্রস্রোত উৎপত্তির মূল কারণ কোন্‌টি ?

উত্তরঃ- বায়ুপ্রবাহ ।

188. কোন্ দুটি স্রোতের মিলনে জাপান উপকূলে কুয়াশা হয় ?

উত্তরঃ- উম্ন কুরোশিয়ো ও শীতল ওয়াশিয়ো ।

189. কোন্ যন্ত্রের সাহায্যে বায়ুচাপের পরিবর্তন মাপা যায় ?

উত্তরঃ- ব্যারোগ্রাম ।

190. দীর্ঘকায় উচ্চচাপ অঞ্চলকে কী বলে ?

উত্তরঃ- Trough.

191. কোন্ বায়ুকে ‘সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ’ বলা হয় ?

উত্তরঃ- মৌসুমি বায়ু ।

192. কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে নিয়ত বায়ু প্রবাহিত হয় তাকে কী বলে ?

উত্তরঃ- পশ্চিমা বায়ু ।

193. দিনের কোন সময়ে সমুদ্রবায়ু সর্বাধিক বেগে প্রবাহিত হয় ?

উত্তরঃ- দুপুরবেলায় ।

194. উত্তর আমেরিকায় প্রবাহিত একটি উম্ন ও শুষ্ক স্থানীয় বায়ুর নাম লেখো ।

উত্তরঃ- চিনুক ।

195. কোন্ মাসে ভারতে লু প্রবাহিত হয় ?

উত্তরঃ- বৈশাখ - জ্যৈষ্ঠ ।

196. কোন্ জোয়ারের সাথে বানডাকার সম্পর্ক আছে ?

উত্তরঃ- ভরা জোয়ার ।

197. পশ্চিমবঙ্গের কোন্ নদীতে বান ডাকে ?

উত্তরঃ- হুগলি নদীতে ।

198. পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত ?

উত্তরঃ- ৩ লক্ষ ৮৪ হাজার কিমি ।

199. কোন্ তিথিতে ভরা কোটাল হয় ?

উত্তরঃ- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে । 

200. মরা কোটাল কোন্ তিথিতে হয় ?

উত্তরঃ- কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে ।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৪ দেখতে ক্লিক করুন ।