Geography GK in Bengali PDF Part - 14
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 14 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৪ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
166. দিনের কোন্ সময়ে তাপমাত্রা সবথেকে বেশি হয় ?
উত্তর দুপুর ২ টোর সময় ।
167. ফারেনহাইট স্কেলের স্ফুটনাঙ্ক কত ?
উত্তর | ২১২ ° F।
168. কোন্ থার্মোমিটারের সাহায্যে দিনের সর্বোচ্চ ও
সর্বনিম্ন উন্নতা পরিমাপ করা হয় ?
উত্তরঃ- সিক্সের গরিষ্ঠ ও লঘিষ্ঠ থার্মোমিটার ।
169. মাসিক গড় উন্নতা নির্ণয়ের সূত্রটি লেখো ।
উত্তরঃ- প্রথম দিনের + দ্বিতীয় দিনের + ... + মাসের
শেষ দিনের গড় উন্নতা
/ মাসের মোট
দিনের সংখ্যা
170. কোন্ তাপমণ্ডলে শীতঋতু বেশি পরিলক্ষিত হয় না
?
উত্তরঃ- উন্নমণ্ডলে ।
171. কোন্ তাপমণ্ডলে উন্নতা সারাবছরই ০ ° C- এর কম থাকে ?
উত্তরঃ- হিমমণ্ডলের ।
172. গ্রিনহাউস গ্যাসের বৃদ্ধির কারণে পৃথিবীর উন্নতা
বৃদ্ধি পাওয়াকে কী বলে ?
উত্তরঃ- বিশ্ব উয়ায়ন ও গ্লোবাল ওয়ার্মিং ।
173. যে - কোনো দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো ।
উত্তরঃ- কার্বন ডাইঅক্সাইড ও ক্লোরোফ্লুরোকার্বন ।
174. সূর্যরশ্মির পতনকোণের পার্থক্যে তাপের কী তফাৎ ঘটে ?
উত্তরঃ- লম্বভাবে পতিত সূর্যরশ্মি তির্যকভাবে পতিত সূর্যরশ্মির চেয়ে বেশি উম্ন হয় ।
175. এল নিনো শব্দের অর্থ কী ?
উত্তরঃ- স্প্যানিশ শব্দ এল নিনোর অর্থ Christ Child
বা বাংলায় শিশু খ্রিস্ট ।
176. সর্বাধিক এল নিনো প্রভাবিত অঞ্চল কোনটি ?
উত্তরঃ- ক্রান্তীয়মণ্ডলে প্রশান্ত মহাসাগরের উভয় দিক
।
177. অধঃক্ষেপণের সাথে বায়ুর উন্নতার সম্পর্ক নির্ণয়
করো ।
উত্তরঃ অধঃক্ষেপণ বেশি হলে উন্নতা কমে এবং অধঃক্ষেপণ
কমলে উন্নতা বাড়ে ।
178. সমুদ্র থেকে দূরবর্তী স্থানের জলবায়ু কী প্রকৃতির
হয় ?
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৩ দেখতে ক্লিক করুন ।