Latest

Wednesday, March 23, 2022

Life Science GK Bengali PDF Part - 48 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৮

 Life Science GK Bengali PDF Part - 48

Life Science GK Bengali PDF Part - 48
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 48 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৮ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Life Science GK Bengali Snayutontro



৬২) অ্যাক্সিস সিলিণ্ডার কী ?

উঃ- অ্যাক্সনের স্তম্ভের মতো কেন্দ্রীয় অংশটিকে অ্যাক্সিস সিলিণ্ডার বলে ।

৬৩) একটি নিউরোনে কয়টি অ্যাক্সন থাকতে পারে ?

উঃ- একটাই ।

৬৪) একটি নিউরোনে কয়টি ডেনড্রন থাকতে পারে ?

উঃ- একাধিক ।

৬৫) অ্যাক্সনতত্ত্ব কয় রকম ও কী কী ?

উঃ- দুই রকম । যথা : শ্বেততন্তু ও অশ্বেততন্তু ।

৬৬) স্নায়ুকোষের কোন্ অংশ স্নায়ুতন্ডুতে পরিণত হয় ?

উঃ- স্নায়ুকোশের অ্যাক্সনই স্নায়ুতন্ডুতে পরিণত হয় ।

৬৭) শ্বেততন্তু কী ?

উঃ- যে স্নায়ুতন্ডুতে মায়োলীন বা শ্বেত আবরণ থাকে তাকে শ্বেততন্তু বলে ।

৬৮) অমেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন্ দিকে অবস্থিত ?

উঃ- পৌষ্টিকনালীর অঙ্কদেশে ।

৬৯) মেরুদণ্ডী প্রাণীদের স্নায়ুতন্ত্র দেহের কোন্ দিকে অবস্থিত ?

উঃ- পৌষ্টকনালীর পৃষ্ঠদেশে ।

৭০) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি নিরেট কোন্ প্রাণীদের ?

উঃ- অমেরুদণ্ডী প্রাণীদের ।

৭১) কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রটি ফাঁপা কোন্ প্রাণীদের ?

উঃ- মেরুদণ্ডী প্রাণীদের ।

৭২) স্নায়ুতন্ত্রের গঠনমূলক উপাদানগুলি কী কী ?

উঃ- মস্তিষ্ক , সুষুম্নাকাণ্ড , স্নায়ু , স্নায়ু-সন্নিধি , স্নায়ুকোষ ও নিউরোগ্লিয়া ।

৭৩) স্নায়ুতন্ত্রের কার্যমূলক উপাদানগুলি কী কী ?

উঃ- নিউরোন , গ্রাহক এবং কারক ।

৭৪) স্নায়ুকোষের অপর নাম কী ?

উঃ- নিউরোন ।

৭৫) স্নায়ুকোষের কোষদেহকে কী বলে ?

উঃ- নিউরোসাইটন বা সোমা বা পেরিক্যারিয়ন । ৭৬) কোন্ স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দিক স্নায়বিক অনুভূতি পরিবহন করে ?

উঃ- সংজ্ঞাবহ স্নায়ু বা অন্তর্বাহী স্নায়ু ।

৭৭) স্নায়ুকোষের প্রবর্ধক দুটির নাম লেখো ।

উঃ- স্নায়ুকোষের লম্বা শাখাবিহীন প্রবর্ধকটি হল অ্যাক্সন এবং অপেক্ষাকৃত বেঁটে শাখাযুক্ত প্রবর্ধকটি হল ডেনড্রন ।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৭ দেখুন ।