Latest

Wednesday, May 14, 2025

Daily Current Affairs 14th May 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই মে ২০২৫

Daily  Current Affairs 14th May 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই মে ২০২৫

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই মে ২০২৫

Daily  Current Affairs 14th May 2025

নমস্কার, বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily  Current Affairs 14th May 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই মে ২০২৫।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Current Affairs 14th May 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। কোন রাজ্যের সড়ক পরিবহন নিগম সম্প্রতি তিনটি ফরচুনা গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে ?

(ক) উত্তরপ্রদেশ     

(খ) পাঞ্জাব    

(গ) কর্ণাটক    

(ঘ) অন্ধ্রপ্রদেশ


২। সম্প্রতি আন্তর্জাতিক উদ্ভিদ স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ?


(ক) ১০ই মে  

(খ) ১১ই মে   

(গ) ১২ই মে   

()  ১৩ই মে


৩। সম্প্রতি সুসান লে কোন দেশের প্রথম মহিলা বিরোধী নেতা হয়েছেন ?


(ক) ডেনমার্ক  

(খ) কানাডা   

(গ) অস্ট্রেলিয়া    

(ঘ) সুইডেন


৪। সাম্প্রতিক আর্চারি ওয়ার্ল্ড কাপ 2025 ফেজ 2-এ ভারত কয়টি পদক জিতেছে ?

(ক) ১০     

(খ) ০৯    

(গ) ০৭     

(ঘ) ১২


৫। সম্প্রতি, আমেরিকা কোন দেশের সাথে 142 বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চুক্তি করেছে ?


(ক) সৌদি আরব    

(খ) ইউক্রেন    

(গ) ভারত    

(ঘ) মালদ্বীপ


৬। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি ওষুধের দাম কমানোর জন্য একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ?


(ক) ভারত   

(খ) ফ্রান্স   

(গ) আমেরিকা   

(ঘ) চীন


৭। সম্প্রতি, ব্রিটেনে স্থায়ীভাবে বসবাসের জন্য বসবাসের সময়কাল পাঁচ থেকে বাড়িয়ে কত বছর করা হয়েছে ?


(ক) সাত   

(খ ছয়   

(গ) দশ   

(ঘ) আট 


৮। সম্প্রতি, ভারত সরকার কোন দিনে আয়ুর্বেদ দিবসপালনের ঘোষণা দিয়েছে ?


(ক) ২৪শে সেপ্টেম্বর   

( 12 আগস্ট    

(গ) ২৩শে সেপ্টেম্বর    

(ঘ) 18 অক্টোবর


৯। সম্প্রতি 78তম কান চলচ্চিত্র উৎসব কোথায় শুরু হয়েছে ?


(ক) নরওয়ে   

(খ) ইতালি   

(গ) ফ্রান্স   

(ঘ) সুইডেন


১০। সম্প্রতি কার লেখা উইন দ্য ব্যাটল অফ ইওর মাইন্ড: স্ক্রল লেস, আরও পড়ুনবইটি প্রকাশিত হয়েছে?


(ক) নিরঞ্জন শাহ    

(খ) রীতা রামমূর্তি গুপ্তা    

(গ) পি এস রমন   

(ঘ) এদের কেউ নয়


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।