Life Science GK Bengali PDF Part - 47
![]() |
Life Science GK Bengali |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 47 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৭ ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali Snayutontro
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের স্নায়ুতন্ত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali Snayutontro
৪৬) এমন একটি সাইটোপ্লাজমীয় বস্তুর নাম করো যা নিউরোনের কোষদেহে পাওয়া যায় ?
উঃ- নিসল দানা ।
৪৭) নার্ভ তত্তুর সবচেয়ে বাইরের আবরণীর নাম কী ?
উঃ- নিউরিলেমা ।
৪৮) নিউরোসিল কী ?
উঃ- সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীকে নিউরোসিল বলে।
৪৯) কোন্ স্নায়ুকোষের কোনো অ্যাক্সন থাকে না ?
উঃ- রেটিনার অ্যামাক্রিন কোষের কোনো অ্যাক্সন থাকে না ।
৫০) মস্তিষ্কের তিন স্তরবিশিষ্ট আবরণীর নাম কী ? উঃ- মেনিন্জেস ।
৫১) মস্তিষ্কের গহ্বরকে কী বলে ?
উঃ- নিলয় বা ভেন্ট্রিকল্ ।
৫২) মস্তিষ্কের গহ্বর ও সুষুম্নাকাণ্ডের কেন্দ্রীয় নালীতে যে তরল পদার্থ থাকে তাকে কী বলে ?
উঃ- সেরিব্রোস্পাইনাল ফ্লুইড ( CSF ) ।
৫৩) মস্তিষ্কের কোন্ অংশ প্রাণীদেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
উঃ- লঘু মস্তিষ্ক ।
৫৪) মস্তিষ্কের কোন্ অংশ মস্তিষ্কের অন্যান্য অংশের মধ্যে সমন্বয় সাধন করে ?
উঃ- পনস্ বা যোজক মস্তিষ্ক ।
৫৫) লঘু মস্তিষ্কের গোলার্ধ দুটির সংযোজক কোটি ?
উঃ- ভারমিস ।
৫৬) ব্যাঙের করোটি স্নায়ু ও সুষুম্নাস্নায়ু ক'জোড়া ? উঃ- ১০ জোড়া ।
৫৭) মেনিনজেসের স্তরগুলি কী কী ?
উঃ- ডুরাম্যাটার , পিয়াম্যাটার এবং অ্যারানয়েড ম্যাটার ।
৫৮) মানুষের দীর্ঘ স্নায়ু কোন্টি ?
উঃ- সায়াটিক নার্ভ ।
৫৯) স্নায়ুকোষে দেখতে পাওয়া যায় এরকম কয়েকটি রঞ্জকের নাম করো ।
উঃ- মেলানিন ও লাইপোক্রোম ।
৬০) পেরিক্যারিয়ন কী ?
উঃ-স্নায়ুকোষের কোষদেহকেই পেরিক্যারিয়ন বলে ।
৬১) অ্যাক্সনের আবরণীগুলির নাম করো ।
উঃ- অ্যাক্সনে তিন ধরনের আবরণ দেখা যায়, যথা - ( i ) অ্যাক্সোলেমা , ( ii ) মায়োলীন সিদ ও ( iii ) নিউরিলেমা ।
Life Science GK Bengali
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪৬ দেখুন ।