Geography GK in Bengali PDF Part - 13
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 13 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১৩ ।
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
দেখে নাও আজকের Geography GK in Bengali থেকে কিছু প্রশ্ন উত্তর -
বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -
146. রেগ মরুভূমি কোন্ দেশে দেখা যায় ?
উত্তরঃ- আলজিরিয়ায় ।
147. “Deflation” শব্দের অর্থ কী ?
উত্তরঃ- গ্রিক শব্দ Deflare = to blow away অর্থাৎ অন্যত্র
বয়ে নিয়ে যাওয়া, বাংলায় অপবাহন ।
148. “বার্খান” শব্দের অর্থ কী ?
উত্তরঃ- তুর্কি শব্দ ‘ Barchan’- এর অর্থ কিরঘিজ , স্টেপ
অঞ্চলের বালিয়াড়ি ।
149. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কী বলে ?
উত্তরঃ- ওয়াদি ।
150. মেক্সিকোর মরুভূমিতে প্লায়া হ্রদকে কী বলে ?
উত্তরঃ- বোলসন (Bolson) ।
151. অতিরিক্ত লবণাক্ত প্লায়াকে কী বলে ?
উত্তরঃ- স্যালিনা ।
152. কেরলের মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয়
ভাষায় কী বলে ?
উত্তরঃ- টেরিস ।
153. সিফ্ বালিয়াড়ি নামকরণ কে করেন ?
উত্তরঃ- ব্যাগনল্ড ।
154. ইনসেলবার্জ ক্ষয় পেয়ে বোল্ডাররূপী ভূমিরূপ গঠন
করে, তাকে কী বলে ?
উত্তরঃ- ক্যাসেল কপিজ ।
155. পৃথিবীর বৃহত্তম মহাদেশীয় হিমবাহ কোন্টি ?
উত্তরঃ- অ্যান্টার্কটিকার ল্যাম্বার্ট ।
156. পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁকের
সৃষ্টি হয় তাকে কী বলে ?
উত্তরঃ- বার্গসুন্ড ।
157. পৃথিবীর দীর্ঘতম উপত্যকা হিমবাহ কোনটি ?
উত্তরঃ- আলাস্কার হুবার্ড ।
158. পার্বত্য হিমবাহ ক্ষয়ের ফলে একটিমাত্র শিলাখণ্ডের ওপর গঠিত ঢিবির মতো আকৃতিবিশিষ্ট ভূমিরূপকে কী বলে ?
উত্তরঃ- রসে মতানে ।
159. হিমসিঁড়ির বেসিনের মতো অংশে সৃষ্ট হ্রদকে কী বলে
?
উত্তরঃ- প্যাটার্নওস্টার হ্রদ ।
160. কোন্ দেশকে বলা হয় “The land of fjords” ?
উত্তরঃ- নরওয়েকে ।
161. বহিঃবিধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে
কী বলে ?
উত্তরঃ- ভ্যালি ট্রেন ।
162. কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে কী
বলে ?
উত্তরঃ- ভার্ব ।
163. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হওয়া আংশিক
জলমগ্ন উপত্যকাকে কী বলে ?
উত্তরঃ- ফিয়র্ড ।
164. কোনো নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে বায়ুমণ্ডলের
অবস্থাকে কী বলে ?
উত্তরঃ- আবহাওয়া ।
165. কোনো অঞ্চলের ৩০ – ৩৫ বছরের আবহাওয়ার গড়কে কী
বলে ?
উত্তরঃ- জলবায়ু ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।
ভূগোল জেনারেল নলেজ পর্ব - ১২ দেখতে ক্লিক করুন ।