Latest

Wednesday, March 16, 2022

ভারতীয় সংবিধানে নাগরিকত্ব ।। Citizenship in the Indian Constitution ।। Free PDF Download

 ভারতীয় সংবিধানে নাগরিকত্ব

ভারতীয় সংবিধানে নাগরিকত্ব


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি ভারতীয় সংবিধানে নাগরিকত্ব ।। Citizenship in the Indian Constitution ।। Free PDF Download

নাগরিকত্ব(Citizenship)

v একজন নাগরিক হলেও সেই ব্যক্তি যিনি যেখানে বসবাস করেন সেই অঞ্চলের পূর্ণ সদস্যাধিকার লাভ করেন

v একক নাগরিকত্বঃ- রাজ্যের জন্য পৃথক নাগরিকত্বের ব্যবস্থা নেই

নাগরিকগণ পরকদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ পরকরা নিম্নলিখিত মৌলিক অধিকার ভোগ করে নাঃ-

(১) ধর্ম, জাতি, বর্ণ ও স্থানভেদে কোনো নাগরিকের ওপর বৈষম্যমূলক আচরণ করা যাবে না(অনুচ্ছেদ ১৫) ।

(২) সরকারি চাকরি বা সহকারী পদে নিয়োগের ক্ষেত্রে সকলের সমান সুযোগ থাকবে (অনুচ্ছেদ ১৬) ।

(৩) অনুচ্ছেদ ১৯-এ বর্ণিত ছয়টি অধিকারের ক্ষেত্রে যেমন বাক্‌ ও মতামত প্রকাশের, জামায়াতের, সমিতি গঠনের, চলাফেরার, বসবাসের অধিকার ও পেশাগত অধিকার

(৪) অনুচ্ছেদ ২৯ ও ৩০-এ বর্ণিত সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার আবার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারক, অ্যাটর্নি জেনারেল প্রভৃতি শুধুমাত্র ভারতের নাগরিকগণেরাই আসীন হওয়ার অধিকার আছে এছাড়া লোকসভা ও বিধানসভার কোনো সদস্যকে নির্বাচিত করার এবং বিধানসভা ও সংসদের সদস্য হবার অধিকার শুধুমাত্র একজন ভারতীয় নাগরিকেরই রয়েছে

সংবিধান প্রবর্তিত হওয়ার সময় নাগরিকত্বঃ-

১। প্রত্যেক ব্যক্তি যার ভারত ভূখণ্ডে স্থায়ী আবাস এবং (ক) যার জন্ম ভারত ভূখন্ডে (খ) যার মা-বাবার কোন একজনের জন্ম ভারতে (গ) সংবিধান প্রবর্তিত অব্যবহিত পূর্বে কমপক্ষে পাঁচ বছর সাধারণভাবে ভারতের রাজ্যক্ষেত্রে যে বাস করেছে তাকে ভারতের নাগরিক বলা হবে

২। সেই ব্যক্তি ১৯৪৮ সালের ১৯শে জুলাইয়ের আগে পাকিস্তান থেকে প্রব্রজন করেছে এবং সেই থেকে ভারতের রাজ্য ক্ষেত্রে বসবাস করছে

৩। সেই ব্যক্তির ১৯৪৮ সালের ১৯শে জুলাই বা তারপরে পাকিস্তান থেকে প্রব্রজন করে থাকলে ভারতের নাগরিক ভারতের নাগরিক হিসাবে নিবন্ধনভূক্ত হবার জন্য ভারত সরকার কর্তৃক নিযুক্ত কোন আধিকারিকের কাছে আবেদন করে নিবন্ধনভূক্ত হবে

৪। যে ব্যক্তি ১লা মার্চের পর ভারত থেকে পাকিস্তানে প্রব্রজন করেছে কিন্তু ভারত সরকার প্রদত্ত কোন পুনর্বাসন অনুমতিপত্রের বলে ভারতে প্রত্যাবর্তন করেছে

৫। যে ব্যক্তি অথবা যার মা-বাবা অথবা পিতামহী-পিতামহ অথবা মাতামহ-মাতামহী ভারতে জন্মগ্রহণ করেছে

v যদি কোন ব্যক্তি স্বেচ্ছায় কোন বিদেশী রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করে তাহলে তার নাগরিকত্ব বাতিল হয়ে যাবে

নাগরিকত্ব আইন ১৯৫৫ নাগরিকত্ব সংশোধন আইন, ১৯৮৬ দ্বারা সংশোধিতঃ-

v এই আইন অনুযায়ী সংবিধান প্রবর্তিত হবার পর পাঁচটি উপায়ে ভারতের নাগরিকত্ব লাভের কথা বলা হয়েছে; জন্মগতভাবে, বংশগতভাবে, নিবন্ধভুক্তি-দ্বারা, দেশীয়করন দ্বারা এবং রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্তি দ্বারা

১। জন্মগতভাবে নাগরিকত্ব লাভঃ- ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি তারপরে ভারতে জন্মগ্রহণ করেছে এবং যার বাবা-মা উভয়েই বা কোন একজন ভারতের নাগরিক যদিও, সে ভারতের নাগরিক হতে পারবে না, যদি তার জন্মের সময় (ক) তার বাবা একজন বিদেশী কূটনীতিক হন অথবা (খ) তার বাবা একজন বিদেশী শত্রু গোষ্ঠীর কেউ হন

২। বংশগতভাবে নাগরিকত্ব লাভঃ- ১৯৫০ সালের ২৬ শে জানুয়ারি বা তারপরে যে ভারতের বাইরে জন্মগ্রহণ করেছে, বংশগতভাবে যে ভারতের নাগরিক বলে গণ্য হবে যদি তার জন্মের সময় তার বাবা ভারতের নাগরিক হন

৩। নিবন্ধভুক্তি-দ্বারা নাগরিকত্ব লাভঃ- যে কোন ব্যক্তি যিনি ভারতের নাগরিক নন ও নিম্নবর্ণিত শ্রেণীভূক্ত তারা ভারতের নাগরিকত্ব লাভের জন্য আবেদন করতে পারেন তবে, নিবন্ধভুক্তি হবার আবেদন করার পূর্বে অন্তত পাঁচ বছর তাকে ভারতে বসবাস করতে হবে শ্রেণিগুলি হল –

(ক) ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যারা নিবন্ধভুক্তির জন্য আবেদন করার পূর্বে ৫ বছর ভারতে বসবাস করছে ।

(খ) ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি যে সাধারণভাবে ভারতের বাইরে অন্য কোন দেশে বসবাস করে

(গ) যে নারীর ভারতীয় নাগরিকের সঙ্গে বিবাহ হয়েছে

(ঘ) ভারতীয় নাগরিকের নাবালক সন্তান

(ঙ) এই আইনের প্রথম তপশিলে বর্ণিত পূর্ণবয়স্ক ও সক্ষম যে কোন অন্য দেশের নাগরিক

৪। দেশীয়করণ দ্বারা নাগরিকত্বলাভঃ- কোন বিদেশী দেশীয়করনের জন্য ভারত সরকারের কাছে আবেদন করে ভারতে নাগরিকত্ব লাভ করতে পারে তবে তার জন্য তাকে অন্তত দশ বছর ভারতে বসবাসের পূর্ব শর্ত পূরণ করতে হবে

৫। রাজ্যক্ষেত্রের অন্তর্ভুক্তি দ্বারা নাগরিকত্ব লাভঃ-  যদি কোন নতুন রাজ্যক্ষেত্র ভারতের অংশভুক্ত হয় তাহলে সেই রাজ্যক্ষেত্রের নাগরিকগণও ভারতের নাগরিক বলে গণ্য হবে

এই আইন অনুযায়ী ভারতীয় নাগরিকত্বের অবসানঃ-  

v নাগরিকত্ব আইন ১৯৫৫ তে তিনভাবে একজন ভারতীয় নাগরিকের নাগরিকত্বের অবসান ঘটানো যাবে বলা হয়েছে সেগুলি হল – পরিত্যাজন, পরিসমাপন ও পরিবঞ্চন

১। পরিত্যাজন হল একটি স্বেচ্ছাকৃত কাজ যার বলে একজন ব্যক্তি অন্য দেশের নাগরিকত্ব নেয়ার পর ভারতের নাগরিকত্ব স্বেচ্ছায় ত্যাগ করতে পারে

২। পরিসমাপন আইনের বলে যখন ভারতের কোন নাগরিক স্বেচ্ছায় অন্য কোন দেশের নাগরিকত্ব অর্জন করে তখন আইন অনুযায়ী তার ভারতীয় নাগরিকত্বের পরিসমাপ্তি হয়

৩। পরিবঞ্চন হলো ভারতীয় নাগরিকত্বের বাধ্যতামূলক পরিসমাপন ভারত সরকার যদি এই বিষয়ে নিশ্চিত হয় যে উক্ত ব্যক্তি প্রতারণার দ্বারা বা তথ্য গোপন করে ভারতের নাগরিকত্ব অর্জন করেছে তাহলে ভারতের সংবিধানের প্রতি তার আনুগত্যহীনতা প্রদর্শন করেছে তাহলে আদেশ বলে তাকে ভারতীয় নাগরিকত্ব থেকে বঞ্চিত করা যেতে পার

নাগরিকত্ব সংশোধনী আইন ১৯৯২ঃ-

v এই সংশোধনী বিল অনুযায়ী ভারতের বাইরে জন্মগ্রহণ করলেও তার মা যদি ভারতের নাগরিক হোন তবে সেও ভারতের নাগরিকত্ব লাভ করতে পারে

v এই আইনের পূর্বে ভারতের বাইরে কোনো শিশু জন্মগ্রহণ করলে সে একমাত্র তখনই ভারতের নাগরিকত্ব লাভ করতে পারতো যদি তার বাবা ভারতের নাগরিক হতেন

ভারতের বৈদেশিক নাগরিক(ওভারসিজ সিটিজেন বা ও সি আই)

v সংসদে পাস হওয়া নাগরিকত্ব(সংশোধনী) আইন অনুযায়ী, পাকিস্তান ও বাংলাদেশ ছাড়া অন্য দেশের ভারতীয় বংশোদ্ভূতগন যাদের পিতা-মাতা বা পিতামহ-পিতামহী ১৯৫০ সালের ২৬শে জানুয়ারির পর ভারত থেকে প্রব্রজন করেছিলেন তা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতের নাগরিক হওয়ার যোগ্য ছিলেন বা এমন ভূখণ্ডের অধিবাসী ছিলেন যা ১৯৪৭ সালের ১৫ই আগস্ট এরপর ভারতের অংশ বলে বিবেচিত হয়, তারা নিজেদের ভারতের বৈদেশিক নাগরিক(ওভারসিজ সিটিজেন) হিসেবে নিবন্ধীকৃত হওয়ার যোগ্য । এই ব্যাপারে সমস্ত আইনি পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে ।


অধিকারী বা অধিকারঃ-

v ও সি আই এরা বহু ব্যবহার্য, বহু উদ্দেশ্য সাধক, আজীবন ভিসা পাওয়ার অধিকারী এবং তার জন্য পুলিশের কাছে নিবন্ধীকরণের প্রয়োজন নেই ।

v তারা ভারতে বসবাস ও কাজ করতে পারে বা তাদের দেশীয় কৃত স্থানেও তা পারবে ।

v  বেসরকারি সংস্থায় কাজ করার ব্যাপারে এরা যোগ্য বলে বিবেচিত হবে ।

v ও সি আই-রা এন. আর. আই (নন রেসিডেন্ট ইন্ডিয়া) এদের সঙ্গে সমানভাবে অর্থনৈতিক ও শিক্ষাগত সুযোগ-সুবিধা লাভ করবে, শুধুমাত্র শিল্প ও কৃষি সম্পত্তি লাভের ক্ষেত্রে ছাড়া ।

তারা অধিকারী ননঃ-

v সরকারি ও সাংবিধানিক পদ লাভের অধিকারী নন ।

v ভোটাধিকারের অধিকার নেই ।


আজকের PDF টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন - Download PDF Click Here ।

ভারতীয় সংবিধানের ভাগ সম্পর্কে জানুন  ।