Latest

Tuesday, March 15, 2022

Geography GK in Bengali PDF Part - 6 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৬

 Geography GK in Bengali PDF Part - 6

Geography GK in Bengali PDF Part - 6


হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Geography GK in Bengali PDF Part - 6 ।। ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৬ ।

বন্ধুরা তোমরা জানো যে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে Geography GK in Bengali থেকে প্রশ্ন আসে । তাই আমরা যতটা পারি তোমাদের ভূগোল জেনারেল নলেজ দিয়ে সাহায্য করার চেষ্টা করছি । আশা করি তোমাদের কাজে আসবে । তাই দেরি না করে দেখে নাও এবং প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF ডাইনলোড করে নিতে পারো -

দেখে নাও আজকের Geography GK in Bengali  থেকে -


১) পৃথিবীর আয়তন কত ?

উঃ- ৫১,০০৯৮,৫২০ বর্গ কিমি।

২) যখন পাহাড়ের একদিকে প্রচন্ড বৃষ্টিপাত হয় তখন তার বিপরীত দিককে কি বলে ?

উঃ- বৃষ্টিচ্ছায় অঞ্চল।

৩) পৃথিবীর কোন অঞ্চল সব থেকে ঠান্ডা ?

উঃ- দক্ষিণ মেরু অঞ্চল।

৪) কোন সমাক্ষরেখাকে মহাবৃত্ত বলে ?

উঃ- বিষুবরেখা বা নিরক্ষরেখা বা ০° সমাক্ষরেখাকে ।

৫) পৃথিবীকে কয়টি চাপ বলয়ে ভাগ করা হয়েছে ?

উঃ- ৭ টি চাপ বলয়ে।

৬) পৃথিবী যে গোলাকার এটি কে আবিষ্কার করেন ?

উঃ- গ্রিক পন্ডিত পিথাগোরাস।

৭) অস্ট্রেলিয়ার মারে নদীর দীর্ঘতম উপনদী কোনটি ?

উঃ- ডার্লিং নদী।

৮) পৃথিবীর সবচেয়ে বড় উপসাগর কোনটি ?

উঃ- মেক্সিকো উপসাগর। ( মোট আয়তন হল ৫,৮০,০০০ বর্গমাইল)।

৯) এশিয়ার শীতলতম স্থানটির নাম কি ?,

উঃ- ভারখয়ানস্ক।

১০) বিহারের কোন নদীকে দুঃখের নদী বলা হয় ?

উঃ- কোশী নদীকে।

১১) পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি ?

উঃ- নীলনদ । ( বৃহত্তম নদী আমাজন )।

১২) কোন মহাসাগরের আয়তন সবচেয়ে বেশি ?

উঃ- প্রশান্ত মহাসাগরের ( ১৬ কোটি ৫০ লক্ষ বর্গকিমি) ।

১৩) পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশের নাম কি ?

উঃ- এশিয়া ( ৪ কোটি ৪৬ লক্ষ ১৪ হাজার বর্গকিমি ) ।

১৪) কোন নদী মরু সাগরে গিয়ে মিশেছে ?

উঃ- জর্ডন নদী।

১৫) পৃথিবীর বৃহত্তম কৃত্রিম সমুদ্রপথ কোনটি ?

উঃ- সেন্ট লরেন্স সমুদপথ।

১৬) দানিয়ুব নদী কোন সাগরে গিয়ে পড়েছে ?

উঃ- কৃষ্ণসাগরে।

১৭) কোন পর্বত টেমস নদীর উৎস ?

উঃ- কটস ওল্ড পর্বত।

১৮) ভেনিসের প্রধান জলপথের নাম কি ?

উঃ- গ্র্যান্ড ক্যানেল।

১৯) মসেলী কোন নদীর উপনদী ?

উঃ- রাইন নদীর।

২০) সারগাসো সমুদ্র কি ? 

উঃ- সমুদ্রের মাঝে স্রোতহীন অঞ্চল , যেখানে শৈবাল ও অন্যান্য আগাছা জন্মায় ( উত্তর আটলান্টিকের শান্ত এলাকা) ।

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের লীঙ্কে ক্লিক করো - Download PDF Click Here ।


ভূগোল জেনারেল নলেজ পর্ব - ৫ দেখতে ক্লিক করুন ।