Histrory General Knowladge Part - 46
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
১০৩৯। অমৃতসরের সন্ধি কাদের মধ্যে
স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ- পাঞ্জাবের অধিপতি রঞ্জিত সিং এবং ইংরেজদের পক্ষে বড়োলাট মিন্টোর সঙ্গে।
১০৪০। ‘ডেরা গাজি খাঁ’ কি
?
উঃ- ডেরা গাজি খাঁ আফগান সীমান্তবর্তী একটি অঞ্চল।
১০৪১। গভর্নর-জেনারেল বেন্টিঙ্ক মিত্রতা স্থাপনে রঞ্জিত সিং এর দরবারে কাকে প্রেরণ করেছিলেন
?
উঃ- আলেকজান্ডার বার্নেস।
১০৪২। কত খ্রিস্টাব্দে ইংরেজ ও রঞ্জিত সিং এর মধ্যে চিরস্থায়ী মিত্রতা স্থাপিত হয়েছিল ?
উঃ- ১৮৩১ খ্রিস্টাব্দে।
১০৪৩। কত খ্রিস্টাব্দে আফগানরাজ শাহ
সুজা রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে ত্রিশক্তি মৈত্রীচুক্তি স্বাক্ষরিত হয়েছিল ?
উঃ- ১৮৩৮ খ্রিস্টাব্দে।
১০৪৪। প্রথম ইঙ্গ-আফগান যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
উঃ- ১৮৩৯ খ্রিস্টাব্দে।
১০৪৫। কত খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এর মৃত্যু হয় ?
উঃ- ১৮৩৯ খ্রিস্টাব্দে (জুন মাসে)।
১০৪৬। প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
উঃ- ১৮৪৫ খ্রিস্টাব্দের ১১ ডিসেম্বর।
১০৪৭। প্রথম ইঙ্গ শিখ যুদ্ধে কতবার যুদ্ধ সংঘটিত হয়েছিল ?
উঃ- চার বার।
১০৪৮। রঞ্জিত সিং-এর পর পাঞ্জাবের সিংহাসনে কে বসেন ?
উঃ- রঞ্জিত সিং এর পুত্র খড়্গ সিং।
১০৪৯। প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধে পরাজিত শিখরা কোন সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়েছিল ?
উঃ- লাহোরের সন্ধি (মার্চ,১৮৪৬ খ্রিস্টাব্দে)।
১০৫০। দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ কবে শুরু হয়েছিল ?
উঃ- ১৮৪৮ খ্রিস্টাব্দে।
১০৫১। ইংরেজ কর্তৃক পাঞ্জাব দখলকালে
পাঞ্জাবের রাজা কে ছিলেন ?
উঃ- দলীপ সিং।
১০৫২। প্রথম ইঙ্গ-বার্মা যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?
উঃ- ১৮২৪ খ্রিস্টাব্দে।
১০৫৩। ইয়ান্দাবুর সন্ধি (১৮২৬ খ্রিস্টাব্দে) কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল
?
উঃ- বার্মারাজ ও
ইংরেজদের মধ্যে।
১০৫৪। দ্বিতীয় ইঙ্গ-বার্মা যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল ?
উঃ- ১৮৫২ খ্রিস্টাব্দে।
১০৫৫। কত খ্রিস্টাব্দে সমগ্র বার্মা
ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে আসে ?
উঃ- ১৮৫৬ খ্রিস্টাব্দে।
১০৫৬। লর্ড ডালহৌসি কত খ্রিস্টাব্দে
সিকিম ও বেরার দখল করেন ?
উঃ- ১৮৫০ খ্রিস্টাব্দে।
১০৫৭। কোন গভর্নর জেনারেল সিন্ধুদেশ
জয় করেন (১৮৪৩ খ্রিস্টাব্দে) ?
উঃ- লর্ড এলেনবরা।
১০৫৮। কাকে 'ভারতের মেকিয়াভেলি' বলা হয় ?
উঃ- নানা ফড়নবিশকে।
১০৫৯। মারাঠা স্বরাজ্যে 'পেশোয়াতন্ত্রে'র প্রতিষ্ঠাতা কে ?
উঃ- বালাজি বিশ্বনাথ।
১০৬০। কোন গভর্নর জেনারেল ভারতে 'অধীনতামূলক মিত্রতা নীতি'র প্রবর্তন করেন ?
উঃ- গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি।
১০৬১। কোন দেশীয় রাজা প্রথম অধীনতামূলক
মিত্রতা চুক্তিতে স্বাক্ষর করেন ?
উঃ- হায়দ্রাবাদের নিজাম।
১০৬২। লর্ড ওয়েলেসলি কত খ্রিস্টাব্দে
অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন ?
উঃ- ১৭৯৮ খ্রিস্টাব্দে।
১০৬৩। ভারতে স্বত্ববিলোপ নীতি
(Doctrine of lapse) কে দৃঢ়ভাবে চালু করেন ?
উঃ- গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি।
১০৬৪। বাংলায় দ্বৈতশাসনের অবসান কে
করেন ?
উঃ- ওয়ারেন হেস্টিংস (বাংলার গভর্নর)।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here