Latest

Friday, February 18, 2022

Life Science GK Bengali PDF Part - 18 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৮

 Life Science GK Bengali PDF Part - 18

Life Science GK Bengali PDF Part - 18
Life Science GK Bengali

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 18 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৮ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Life Science GK Bengali

232. দুধ থেকে দই তৈরিতে সাহায্য করে কোন ব্যাক্টেরিয়া ?

উঃ- ল্যাকটোব্যাসিলাস ট্রাইকোডেস।

233. যক্ষারোগ প্রতিরোধকারী ভ্যাকসিনের নাম কি ?

উঃ- BCG ভ্যাকসিন।

234. BCG - র পুরো নাম কি ?

উঃ- Bacillus calmette Guerin.

235. OPV - র পুরো নাম কি ?

উঃ- Oral Polio Vaccine .

236. DPT - র পুরো নাম কি ?

উঃ- Diptheria Pertusis and Tetanus .

237. MMR - এর পুরো নাম কি ?

উঃ- Missles Mumps Rubella .

238. MMR কোন কোন রোগের জন্য দেওয়া হয় ?

উঃ- হাম, মাম্পস এবং রুবেলা।

239. WHO - এর পুরো নাম কি ?

উঃ- World Health Organisation .

240. রঞ্জন ক্ষমতা অনুযায়ী ব্যাক্টেরিয়া কয়প্রকার ও কি কি ?

উঃ- দুই প্রকার । যথা -  গ্রাম পজিটিভ ব্যাক্টেরিয়া এবং গ্রাম নেগেটিভ ব্যাক্টেরিয়া।

241. মাটিতে বসবাসকারী দুটি নাইট্রোজেন স্থিতিকারী জীবাণুর উদাহরণ দাও ।

উঃ- অ্যাজোটোব্যাক্টার এবং ক্লসট্রিডিয়াম।

242. মাছি দ্বারা বাহিত হয় এমন দুটি রোগের নাম কি ?

উঃ- কলেরা এবং টাইফয়েড।

243. রক্ত সঞ্চারনের মাধ্যমে সংক্রমিত হয় এমন দুটি রোগের নাম কি ?

উঃ-. AIDS ও হেপাটাইটিস ।

244. কিউলেক্স মশা কোন রোগ ছড়ায় ?

উঃ- ফাইলেরিয়া ।

245. এডিস মশা কি কি রোগ ছড়ায় ?

উঃ- এনকেফেলাইটিস, পীতজ্বর এবং ডেঙ্গু জ্বর।

246. ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণুর নাম কি ?

উঃ- উচেরেরিয়া ব্যাংক্রফটি নামে গোলকৃমি।

247. মশার লার্ভা ভক্ষণ করে এমন কয়েকটি মাছের নাম  বল ?

উঃ- গ্যাম্বুসিয়া, মিনোস, গাপ্পি, তেচোখা ইত্যাদি।

248.  DPT - ভ্যাকসিন কোন কোন রোগের জন্য দেওয়া হয় ?

উঃ- ডিপথেরিয়া, হুপিং কাশি এবং টিটেনাস।

249. দুটি ভৌত জীবাণুনাশকের নাম বল ।

উঃ- আগুন এবং অতি-তপ্ত বাতাস।

250. দুটি রাসায়নিক জীবাণু নাশকের নাম বল ।

উঃ- ব্লিচিং পাউডার ও ফরম্যালিন।

251. একটি প্রাকৃতিক জীবাণুনাশকের নাম বল ।

উঃ- সূর্যালোক।

252. রক্ত ও রক্তজাত পদার্থের মাধ্যমে কোন্ কোন্ হেপাটোট্রফিক ভাইরাস সংক্রমিত হয় ?

উঃ- হেপাটাইটিস B এবং C

253. মানবদেহে ভিটামিন সংশ্লেষকারী একটি ব্যাক্টেরিয়ার নাম বল ।

উঃ- এসরিকিয়া কোলাই।

254. একটি ঘনকাকার ভাইরাসের নাম বল ?

উঃ- বসন্ত ভাইরাস।

255. একটি গোলাকার ভাইরাসের নাম কি ?

উঃ- পোলিও ভাইরাস।

256. যে পদ্ধতিতে টিকা বা ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে কৃত্রিম অনাক্রম্যতা সৃষ্টি করা হয় তাকে কি বলে ?

উঃ-  টিকাকরণ।

257. ইটিওলজি কি ?

উঃ- রোগের উৎপত্তি ও কারণগুলির বিজ্ঞানসম্মত পঠন-পাঠনকে ইটিওলজি বলে।


Life Science GK Bengali

আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here