Latest

Sunday, February 13, 2022

Histrory General Knowladge Part - 42 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪২ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 42

Histrory General Knowladge Part - 42
Histrory General Knowladge


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 42 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪২ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৯৪২ মানিক চাঁদ কোথাকার শাসনকর্তা ছিলেন ?

উঃ- কলকাতার।

৯৪৩। শিখগুরু তেগবাহাদুরকে কে হত্যা করেছিলেন ?

উঃ- ঔরঙ্গজেব।

৯৪৪। কোন গ্রন্থে ছিয়াত্তরের মন্বন্তরের মর্মস্পর্শী বিবরণ পাওয়া যায় ?

উঃ- আনন্দমঠ।

৯৪৫। 'খালসা' শব্দের অর্থ কি ?

উঃ- পবিত্র।

৯৪৬। খালসা বাহিনীর প্রবর্তক কে ছিলেন ?

উঃ- গুরু গোবিন্দ সিংহ।

৯৪৭। বালাজি বিশ্বনাথ কে ছিলেন ?

উঃ- পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতা।

৯৪৮। ‘সব লাল হো জায়েগা’ -এটি কার উক্তি ?

উঃ- রঞ্জিৎ সিংহ-এর।

৯৪৯। শেষ পেশোয়ার কে ছিলেন ?

উঃ- দ্বিতীয় বাজিরাও।

৯৫০। 'দ্বৈতশাসন' কে প্রবর্তন করেন ?

উঃ- রবার্ট ক্লাইভ।

৯৫১। মারাঠা রাজনীতির কৌটিল্য নামে কে পরিচিত ?

উঃ- নানা সাহেব।

৯৫২। মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় ?

উঃ- প্রথম বাজিরাও-কে।

৯৫৩। ‘এশিয়াটিক সোসাইটি’ কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- স্যার উইলিয়াম জোন্স।

৯৫৪। ‘এশিয়াটিক সোসাইটি’ কবে প্রতিষ্ঠিত হয় ?

উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।

৯৫৫। তৃতীয় পানিপথের যুদ্ধে কে পরাজিত হয় ?

উঃ- বালাজি বাজিরাও।

৯৫৬। অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৮০৯ খ্রিস্টাব্দে।

৯৫৭। রঞ্জিৎ সিংহকে 'নেপোলিয়ানের ক্ষুদ্র সংস্করণ' বলেছেন কে ?

উঃ- ফরাসি পন্ডিত জ্যাকি সোঁ।

৯৫৮। ম্যাঙ্গালোরের কবে কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- টিপু ও ইংরেজদের মধ্যে।

৯৫৯। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।

৯৬০। কার আমলে মারাঠা বর্গি নেতা ভাস্কর পন্ডিত বাংলা আক্রমণ করেছিলেন ?

উঃ- নবাব আলিবর্দির আমলে।

৯৬১। টিপু সুলতানের জীবনের শেষ যুদ্ধ কোনটি ?

উঃ- মনাভেরির যুদ্ধ।

৯৬২। সলবাইয়ের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উঃ- মারাঠা ও ইংরেজদের মধ্যে।

৯৬৩। বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৮০২ খ্রিস্টাব্দে।

৯৬৪। দ্বৈত শাসন কে রদ করেন ?

উঃ- লর্ড ওয়ারেন হেস্টিংস।

৯৬৫। চিলিয়ানওয়ালার যুদ্ধ কবে হয়েছিল ?

উঃ- ১৮৪৯ খ্রিস্টাব্দে।

৯৬৬। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন ?

উঃ- ওয়ারেন হেস্টিংস।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here