Life Science GK Bengali PDF Part - 13
![]() |
Life Science GK Bengali PDF |
113. উদ্দীপকের প্রভাবে জীবের সাড়া প্রদানের ক্ষমতাকে বলে কি বলে ?
উঃ- সংবেদনশীলতা ।
114. ভৌত সমন্বয়কারী তন্ত্রের অপর নাম কি ?
উঃ- স্নায়ু ।
115. রাসায়নিক সমন্বয়কারী তন্ত্রের অপর নাম কি ?
উঃ- হরমোন ।
116. উদ্ভিদ হরমোনের অপর নাম কি ?
উঃ- ফাইটোহরমোন ।
117. কোন উদ্ভিদের মধ্যে গমন পরিলক্ষিত হয় ?
উঃ- ক্ল্যামাইডোমোনাস, ভলভক্স , ডায়াটম ।
118. রোটেশন বা প্রবাহগতি দেখা যায় কার
উঃ- পাতা শ্যাওলা ।
119. সারকুলেশন বা আবর্তগতি দেখা যায় কোন
গাছে ?
উঃ - কুমড়ো গাছে ।
120. লজ্জাবতীর পাতা স্পর্শ করার ফলে পাতা নুয়ে পড়ে , এটি একটি কি ?
উঃ- সিসমোন্যাস্টিক চলন ।
121. উদ্দীপনার প্রভাবে বনচাঁড়াল উদ্ভিদের তিনটি অনুফলকের দুই পাশের অনুফলক দুটি পর্যায়ক্রমে ওঠানামা করে , একে কি বলে ?
উঃ- প্রকরণ চলন ।
122. ট্যাকটিক চলন – এর একটি উদ্দীপক কী ?
উঃ- আলো ।
123. ফোটোট্যাকটিক চলন দেখা যায় কার ?
উঃ- ক্লামাইডোমোনাস ও ভলভক্স ।
124. উদ্দীপকের উৎসের দিকে চলনকে কি চলন বলে ?
উঃ- ট্রপিক চলন ।
125. উদ্ভিদ অঙ্গেঁর চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয় তাকে কি বলে ?
উঃ- হাইড্রোট্রপিক চলন ।
126. উদ্ভিদ অঙ্গেঁর চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয় তাকে কি বলে ?
উঃ- অভিকর্ষবৃত্তি চলন ও জিওট্রপিক চলন ।
127. উদ্ভিদ অঙ্গেঁর চলন যখন উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয় তাকে কি বলে ?
উঃ- ব্যপ্তি চলন ও তাপব্যপ্তি চলন ।
128. থার্মোন্যাস্টিক চলন দেখা যায় কোন
উদ্ভিদের ?
উঃ- টিউলিপ ফুলে ।
129. সিসমোন্যাস্টিক চলন দেখা যায় কোন
উদ্ভিদের ?
উঃ- লজ্জাবতী গাছে ।
130. প্রোটিন , ক্লোরফম প্রভৃতির প্রভাবে উদ্ভিদ দেহে যে চলন হয় তাকে কি বলে ?
উঃ- কেমোন্যাস্টিক ।
131. কেমোন্যাস্টিক দেখা যায় কোন
গাছে ?
উঃ- সূর্য শিশির ।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।