Latest

Saturday, February 12, 2022

Life Science GK Bengali PDF Part - 12 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১২

 Life Science GK Bengali PDF Part - 12

Life Science GK Bengali PDF Part - 12
Life Science GK Bengali PDF

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 12 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১২ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।


76. ফ্রাগমোপ্লাস্ট কি দিয়ে তৈরি ?

উঃ- ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম পেকটেট।

77. পুরুষ ও স্ত্রী দেহে কি কি যৌন ক্রোমোজোম থাকে ?

উঃ- পুরুষ দেহে-'XY' এবং স্ত্রী দেহে- 'XX'যৌন ক্রোমোজোম থাকে।

78. কোন জীবাণুর নিউক্লিয় ঝিল্লি নেই ?

উঃ- ব্যাক্টেরিয়ার।

79. RNA - এর পুরো নাম কি ?

উঃ- রাইবো নিউক্লিক অ্যাসিড।

80.যে কোষ বিভাজন পদ্ধতিতে বেমতন্তু গঠিত হয় না তার নাম কি ?

উঃ- অ্যামাইটোসিস ( প্রত্যক্ষ কোষ বিভাজন )।

81. DNA - র কোন নাইট্রোজেন বেস RNA - তে অনুপস্থিত ?

উঃ- থাইমিন।

82. জিনপুল কি ?

উঃ- কোনো একটি পপুলেশনে উপস্থিত সমস্ত জিনের সমষ্টিকে জিনপুল বলা হয়।

83. মাইটোসিসে স্পাইরালাইজেশান ঘটে কোন দশায় ?

উঃ- প্রোফেজ দশায়।

84. মেটাসেন্ট্রিক ক্রোমোজোমকে অ্যানাফেজ দশায় কেমন দেখায় ?

উঃ- ইংরেজি 'V' অক্ষরের মতো।

85. অ্যানাফেজ দশায় 'J' অক্ষরের মতো দেখতে হয় কোন ক্রোমোজোম ?

উঃ- অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম।

86. ক্যান্সার প্রতিরোধকারী ক্রোমোজোমীয় অংশ কোনটি ?

উঃ- টেলোমিয়ার।

87. কোষ বিভাজনের প্রস্তুতিপর্বকে কি বলে ?

উঃ- ইন্টারফেজ।

88. সমসংস্থ ক্রোমোজোমের জোড় বাঁধার পদ্ধতিকে কি বলে ?

উঃ- সাইন্যাপসিস।

89. সমসংস্থ ক্রোমোজোমের খন্ডক বিনিময়ের ঘটনাকে কি বলে ?

উঃ- ক্রসিং-ওভার।

90. 32 টি অপত্যকোষ সৃষ্টি হয় কতবার মাইটোসিস বিভাজন দ্বারা ?

উঃ- 5 বার মাইটোসিস বিভাজন দ্বারা ।

91. নন জেনেটিক 'RNA' প্রধানত কয় প্রকার ?

উঃ-‌ তিন প্রকার।

92. ক্রোমোজোম যে দুটি তন্তু দ্বারা গঠিত তাদের কি বলে ?

উঃ- ক্রোমাটিড।

93. একটি জীবের নাম লেখ যার কোষের নিউক্লিয়াস পর্দাবেষ্টিত নয় ?

উঃ- রাইজোবিয়াম ব্যাক্টেরিয়া।

94. প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াসকে কি বলে ?

উঃ- নিউক্লিঅয়েড বা জেনোফোর।

95. ক্রোমোজোমের বাইরের আবরণকে কি বলে ?

উঃ- পেলিকল্।

96. সেন্ট্রোমিয়ার বিহীন ক্রোমোজোমকে কি বলে ?

উঃ- অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম।

97. জীবের কোষের হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোমকে কি বলে ?

উঃ- জিনোম।

98. ক্রোমোজোমের টেলোমিয়ার অংশে বাল্বের মতো যে অংশ দেখা যায় তাকে কি বলে ?

উঃ- স্যাটেলাইট।

99. ক্রোমোজোম যে জৈব বস্তু দ্বারা গঠিত তাকে কি বলে ?

উঃ- ক্রোমাটিন।

100. ক্রোমোজোমে অবস্থিত প্রোটিনের নাম লেখ ?

উঃ- হিস্টোন প্রোটিন।

101. DNA - র শর্করাটির নাম কি ?

উঃ- ডি-অক্সিরাইবোজ শর্করা।

102. RNA - র শর্করাটির নাম কি ?

উঃ- রাইবোজ শর্করা।

103. নিউক্লিক অ্যাসিডের একককে কি বলে ?

উঃ- নিউক্লিওটাইড।

104. DNA - র দুটি নাইট্রোজেন বেস কি দ্বারা যুক্ত থাকে ?

উঃ- হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে।

105. হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা যুক্ত দুটি কোষের নাম লেখ ?

উঃ- শুক্রাণু ও ডিম্বাণু।

106. মানুষের দেহকোষে অটোজোমের সংখ্যা কত?

উঃ- 22 জোড়া বা 44 টি।

107. উদ্ভিদের ভাজক কলার কোষে কোন প্রকার কোষ বিভাজন হয় ?

উঃ- মাইটোসিস কোষ বিভাজন।

108. যে কোষটি বিভাজিত হয় তাকে কি বলে ?

উঃ- মাতৃকোষ বা জনিতৃকোষ।

109. মাতৃকোষের বিভাজনের মাধ্যমে উৎপন্ন কোষকে কি বলে ?

উঃ- অপত্য কোষ।

110. নিউক্লিয়াসের বিভাজনকে কি বলে ?

উঃ- ক্যারিওকাইনেসিস।

111. সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলে ?

উঃ- সাইটোকাইনেসিস।

112. প্রাণী কোষের মাকুর মেরুতে কি অবস্থান করে ? উঃ- সেন্ট্রোজোম।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here