Latest

Thursday, February 3, 2022

Histrory General Knowladge Part - 31 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৩১ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 31

Histrory General Knowladge Part - 31
Histrory General Knowladge

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 31 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৩১ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৬৬৫ পাল যুগে পূর্ব ভারতের বিশ্ববিদ্যালয়টির

 নাম কি?

উঃ- বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়।

৬৬৬। ‘বজ্রযানসাধন’ গ্রন্থের রচয়িতা কে?

উঃ- অতীশ দীপঙ্কর।

৬৬৭। তিব্বতের মানুষ দীপঙ্কর শ্রীজ্ঞানকে কী নামে জানত ?

উঃ- অতীশ নামে।

৬৬৮। চোল রাজাদের স্বর্ণমুদ্রার নাম কি ?

উঃ- ক্যাশু।

৬৬৯। সুশ্রুত সংহিতা কে রচনা করেন ?

উঃ- সুশ্রুত।

৬৭০। ‘হরিলতা’ গ্রন্থের প্রণেতা কে ?

উঃ- অনিরুদ্ধ।

৬৭১। মৌর্য যুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখো।

উঃ- ভৃগুকচ্ছ।

৬৭২। গুপ্ত যুগের একটি সামুদ্রিক বন্দরের নাম লেখ।

উঃ- তাম্রলিপ্ত।

৬৭৩। সম্রাট অশোক কতগুলি স্তুপ নির্মাণ করেছিলেন ?

উঃ- ৮৪ হাজার।

৬৭৪। ‘মনুসংহিতা’ কি ?

উঃ- মনুর রচিত একটি গ্রন্থ।

৬৭৫। ‘গড়ুর স্তম্ভ’ কে নির্মাণ করেন ?

উঃ- শুঙ্গ রাজা ভাগভদ্র।

৬৭৬। আত্রেয় কীজন্য বিখ্যাত ?

উঃ- খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর বিখ্যাত চিকিৎসক।

৬৭৭। পঞ্চতন্ত্রের কাহিনী কে রচনা করেন ?

উঃ- বিষ্ণুগুপ্ত।

৬৭৮। ইলোরার গুহা মন্দির কোন যুগে নির্মিত হয় ?

উঃ- গুপ্ত যুগে।

৬৭৯। ভারতের কোন অঞ্চলে রোমান স্বর্ণমুদ্রা ও রৌপ্যমুদ্রা পাওয়া গেছে ?

উঃ- দক্ষিণ ভারতে।

৬৮০। 'শূন্য তত্ত্বের' আবিষ্কারক কে ?

উঃ- নাগার্জুন।

৬৮১। কোন গ্রন্থকে প্রাচীন ভারতীয় ভেষজবিজ্ঞানের বিশ্বকোষ বলা হয় ?

উঃ- চরকসংহিতাকে।

৬৮২। দশ অবতারের মন্দির কোথায় আছে ?

উঃ- দেওগড়ে।

৬৮৩। দেওগড়ের দশ অবতারের মন্দির কোন আমলে গড়ে ওঠে ?

উঃ- গুপ্ত আমলে।

৬৮৪। সাতবাহনদের সিসার মুদ্রার নাম কি ?

উঃ- পোটিন।

৬৮৫। মধ্য এশিয়ায় ভারতীয় সংস্কৃতির নিদর্শন কে আবিষ্কার করেন ?

উঃ- প্রত্নতত্ত্ববিদ স্যার অরেলস্টাইন।

৬৮৬। শৈলেন্দ্র রাজগণ কোন ধর্মের অনুরাগী ছিলেন ?

উঃ- মহাযান বৌদ্ধধর্মের।

৬৮৭। বিদেশে মালবারের কোন মশলার ভীষণ চাহিদা ছিল ?

উঃ- গোলমরিচের।

৬৮৮। শৈলেন্দ্র রাজাদের ধর্মগুরু কে ছিলেন ?

উঃ- বাঙালি পণ্ডিত কুমার ঘোষ।

৬৮৯। শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ কীর্তি কি ?

উঃ- বরবুদুরের বৌদ্ধস্তূপ।


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here