Latest

Monday, February 14, 2022

Bengali Mixed GK Part - 13 ।। বাংলা জিকে পর্ব - ১৩ ।। Free PDF Download

 Bengali Mixed GK Part - 13



নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, Bengali Mixed GK Part - 13 ।। ভারতের প্রথম কিছু বাংলা জিকে পর্ব - ১৩ ।। Free PDF Download ।

আজকের জেনারেল নলেজ গুলি দেখে নাও আশা করি তোমাদের কাজে লাগবে । প্রয়োজনে নীচে দেওয়া লিঙ্ক থেকে PDF টি ডাউনলোড করে নিতে পারো ।

Bengali Mixed GK

আজকে ইতিহাস থেকে কিছু GK দেখে নাও এবং প্রয়োজনে PDF ডাউনলোড করে রেখে দাও । History

৬১। ‘সঞ্চারা’ বলতে কী বোঝায় ?

উঃ মৌর্য যুগের গুপ্তচর

৬২। কোন গ্রন্থে প্রথম বাংলাকে ‘দেশ’ হিসেবে উল্লেখ করা হয় ?

উঃ আইন-ই-আকবর ।

৬৩। আকবর কোন রাজপুত রমনীর পানিগ্রহণ করেন ?

উঃ যোধাবাঈ

৬৪। মোগল সম্রাট আকবরের সময় বাংলার প্রভাবশালী জমিদারগণ কে কি বলা হত ?

উঃ বার ভূঁইয়া

৬৫। কোন চোল রাজা প্রথম বাংলা আক্রমণ করেন ?

উঃ রাজেন্দ্র চোল

৬৬। শেরশাহ কোন মন্দির লুট করেন ?

উঃ যোধপুর মন্দির

৬৭। মেবার রাজ্যের পতন কোন গ্রন্থে লিপিবদ্ধ করা আছে ?

উঃ পদ্মিনী উপাখ্যান

৬৮। ‘তেমুচিন’ কি নামে আমাদের কাছে পরিচিত ?

উঃ চেঙ্গিস খান

৬৯। শেরশাহের পুলিশবাহিনীকে কি নামে ডাকা হতো ?

উঃ মুকদ্দম ।

৭০। শেরশাহ তার সম্রাজ্য কে কয়টি সরকারে বিভক্ত করেন ?

উঃ ৪৭ টি সরকারে ।

৭১। কলকাতার নাম আলীনগর কে দিয়েছিলেন ?

উঃ সিরাজ উদ দৌল্লা ।

৭২। প্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন কে ?

উঃ ওয়ারেন হেস্টিংস

৭৩। কোন আইনে ব্রিটিশ সরকার ভারতীয় ছাত্রদের স্বদেশী আন্দোলন নিষিদ্ধ করে ?

উঃ কার্লাইল সার্কুলার এর মাধ্যমে

৭৪। বাংলার দেওয়ানি লাভের সময় কোন গভর্নর ছিলেন ?

উঃ লর্ড ক্লাইভ

৭৫। মোগল সাম্রাজ্যে পেনশন দেয়ার প্রথা কে বন্ধ করেন ?

উঃ লর্ড ওয়ারেন হেস্টিংস




আজকের Bengali Mixed GK Part - 13 টি ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করো -

PDF Details:

PDF Name : Bengali Mixed GK Part - 13
Language : বাংলা
PDF Size : 0.09 MB
No. of Pages : 01
Download Link : Click Here To Download