Latest

Monday, February 14, 2022

Life Science GK Bengali PDF Part - 14 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৪

 Life Science GK Bengali PDF Part - 14

Life Science GK Bengali PDF Part - 14
Life Science GK Bengali PDF Part - 14

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Life Science GK Bengali PDF Part - 14 ।। জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১৪ ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো জীবন বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে জীবন বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম । 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

132. যে সকল ভাইরাস জীবদেহে রোগ সৃষ্টি করে তাদের কি বলে ?

উঃ- প্যাথোজেনিক বা রোগ সৃষ্টিকারী ভাইরাস।

133. একটি উপকারী ভাইরাসের নাম কি ?

উঃ- ব্যাক্টেরিওফাজ।

134. ভাইরাস কথাটির অর্থ কি ?

উঃ- ভাইরাস কথাটি ল্যাটিন শব্দ 'ভিরিয়ন' থেকে এসেছে যার অর্থ হলো বিষ বা পয়জন(Poison)

135. ভাইরাস নামকরণ করেন কে ?

উঃ- এম. ডবলু. বেইজারিঙ্ক (M.W. Beijerinck)

136. ভাইরাস কে প্রথম আবিষ্কার করেন ?

উঃ- বিজ্ঞানী আইনোভক্সি।

137. একটি DNA প্রাণী ভাইরাসের নাম কী ?

উঃ- বসন্ত ভাইরাস।

138. একটি DNA উদ্ভিদ ভাইরাসের নাম কী ?

উঃ- কলিফ্লাওয়ার মোজাইক ভাইরাস।

139. একটি RNA প্রাণী ভাইরাসের নাম কী ?

উঃ-  পোলিও ভাইরাস।

140. একটি RNA উদ্ভিদ ভাইরাসের নাম কী ?

উঃ- টোবাকো মোজাইক ভাইরাস (TMV)

141. সংক্রমণযোগ্য একটি সম্পূর্ণ ভাইরাস কণাকে কি বলে ?

উঃ- ভিরিয়ন।

142. কেবলমাত্র নিউক্লিক অ্যাসিড যুক্ত ভাইরাসকে কি বলে ?

উঃ- ভাইরয়েড।

143. ভাইরাসের বাইরের প্রোটিনযুক্ত আবরণকে কি বলে?

উঃ- ক্যাপসিড।

144. একটি ক্যাপসিড যুক্ত ভাইরাসের নাম বল ?

উঃ- ফাজ ভাইরাস।

145. ‘ব্যাক্টেরিওফাজ’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন ?

উঃ- বিজ্ঞানী ফেলিক্স দ্য হেরেলি।

146. একটি ব্যাক্টেরিওফাজের উদাহরণ দাও ।

উঃ- ল্যামডাফাজ।

147. HIV - আক্রান্ত রোগের নাম কি ?

উঃ- AIDS   

148. NACO কী ?

উঃ- AIDS -  সংক্রান্ত বিষয় দেখাশোনার জন্য 1992 সালে যে জাতীয় AIDS নিয়ন্ত্রণ সংস্থা গড়ে তোলা হয় তাকে সংক্ষেপে NACO বলে।

149. NACO - র ফুলফর্ম কি ?

উঃ- NACO - র ফুলফর্ম হল -  National AIDS Control Organisation

150.  AIDS -র ক্ষেত্রে ব্যবহৃত হওয়া ওষুধটির নাম কি ?

উঃ- অ্যাজাইডোথাইমিডিন ( Azidothymidine)

151. বিজ্ঞানের যে শাখায় ছত্রাক নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলে ?

উঃ- মাইকোলজি।

152. ছত্রাক কি ?

উঃ- ইউক্যারিওটিক কোষ দ্বারা গঠিত, ক্লোরোফিল বিহীন এককোষী ও বহুকোষী সমাঙ্গদেহী পরভোজী উদ্ভিদ।

153. একটি উপকারী ছত্রাকের নাম বল ?

উঃ- পেনিসিলিয়াম নোটেটাম।

154. একটি অপকারী ছত্রাকের নাম কি ?

উঃ- পাকসিনিয়া গ্রামিনিস ট্রিটিকি।

155. অ্যাসপারজিলাস কি ধরনের ছত্রাক ?

উঃ- অপকারী ছত্রাক।

156. পেনিসিলিন কি?

উঃ- পেনিসিলিয়াম ছত্রাক থেকে প্রাপ্ত অ্যান্টিবায়োটিক ওষুধ।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here