Latest

Tuesday, February 15, 2022

Histrory General Knowladge Part - 44 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪৪ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 44

Histrory General Knowladge Part - 44
Histrory General Knowladge


নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 44 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ৪৪ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৯৯২ কত খ্রিস্টাব্দে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে।

৯৯৩। 'ত্রিনোমালি' ও 'পোর্টোনোভো'-র যুদ্ধে ইংরেজদের নিকট কে পরাজিত হন ?

উঃ- হায়দার আলি।

৯৯৪। কত খ্রিস্টাব্দে হায়দার আলির মৃত্যু ঘটে ?

উঃ- ১৭৮২ খ্রিস্টাব্দে।

৯৯৫। ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ইংরেজ এবং হায়দারপুত্র টিপু সুলতানের মধ্যে।

৯৯৬। ম্যাঙ্গালোরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল ?

উঃ- ১৭৮৪ খ্রিস্টাব্দে।

৯৯৭। ওয়ারেন হেস্টিংস কোন সন্ধিকে 'অপমানজনক শান্তি' বলে অভিহিত করেছেন ?

উঃ- ম্যাঙ্গালোরের সন্ধি।

৯৯৮। কোন সন্ধিকে 'শূন্যগর্ভ' চুক্তি বলা হয়ে থাকে ?

উঃ- ম্যাঙ্গালোরের সন্ধি।

৯৯৯। হায়দার আলি কোন্ রোগে মারা যান ?

উঃ- কর্কট রোগে(ক্যানসার রোগে)।

১০০০। 'History  of Hyder Sha and Tipoo Sultan'-গ্রন্থের লেখক কে ?

উঃ- De la Jaur.

১০০১। টিপু সুলতান ইংরেজদের বিরুদ্ধে কার সহযোগিতা চেয়ে দূত পাঠিয়েছিলেন ?

উঃ- ফরাসিরাজ ষোড়শ লুইয়ের কাছে।

১০০২। তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কবে শুরু হয়েছিল ?

উঃ- ১৭৯০ খ্রিস্টাব্দে।

১০০৩। শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে স্বাক্ষরিত হয় ?

উঃ- ১৭৯২ খ্রিস্টাব্দে।

১০০৪। 'মহীশূর শার্দূল' কে ?

উঃ- টিপু সুলতান।

১০০৫। কে 'বাহাদুর' উপাধি গ্রহণ করেছিলেন ?

উঃ- টিপু সুলতান।

১০০৬। স্বাধীনতার স্মারক বৃক্ষ রোপণ করেছিলেন কে ?

উঃ- টিপু সুলতান।

১০০৭। টিপু সুলতান ফ্রান্সের কোন ক্লাবের সদস্য হয়েছিলেন ?

উঃ- ফ্রান্সের 'জেকোবিন ক্লাবে'র।

১০০৮। চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় সীমা কত ?

উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত।

১০০৯। অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?

উঃ- লর্ড ওয়েলেসলি।

১০১০। কোন যুদ্ধে টিপু সুলতান পরাজিত ও নিহত হন ?

উঃ- ১৭৯৯ খ্রিস্টাব্দের চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ।

১০১১। প্রশাসনিক সুবিধার জন্য হায়দার আলি সমস্ত দপ্তরকে কয়টি ভাগে বিভক্ত করেছিলেন ?

উঃ- ১৮ টি ভাগে বিভক্ত করেছিলেন।

১০১২। হায়দার আলি সমগ্র মহীশূরকে কয়টি প্রশাসনিক অঞ্চল বা 'আসরফি টুকরি'তে বিভক্ত করেছিলেন ?

উঃ- ৯ টি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করেছিলেন।




আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here