Histrory General Knowladge Part - 27
![]() |
Histrory General Knowladge |
বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –
৫৬৪। পল্লব
বংশের শ্রেষ্ঠ রাজা কে ?
উঃ- নরসিংহবর্মন।
৫৬৫। ‘দক্ষিণাপথনাথ'
কাকে বলা হয় ?
উঃ- দ্বিতীয় পুলকেশিকে।
৫৬৬। অপরাজিত বর্মনকে
কে নিহত করেন ?
উঃ- আদিত্য পাল।
৫৬৭। ‘আইহোল প্রশস্তি’
কার রচনা ?
উঃ- রবি কীর্তির।
৫৬৮। আইহোল প্রশস্তিতে
কোন রাজার কাহিনী লিপিবদ্ধ আছে ?
উঃ- দ্বিতীয় পুলকেশির।
৫৭০। ধ্রুবসেন কোন বংশের
রাজা ছিলেন ?
উঃ- বলভীর মৈত্রক বংশের।
৫৭১। দ্বিতীয় নাগভট্ট
কে ?
উঃ- প্রতিহার বংশীয়
রাজা বৎসরাজের পুত্র।
৫৭২। কাদের আক্রমণে গুপ্ত
সাম্রাজ্যের ভীত আলগা হয়ে যায় ?
উঃ- হূণদের।
৫৭৩। গুর্জর প্রতিহার
বংশের প্রতিষ্ঠাতা কে ?
উঃ- হরিচন্দ্র।
৫৭৪। কৃষ্ণ হুন গোষ্ঠীর
নেতা কে ?
উঃ- এটিলা ।
৫৭৫। কে ‘পৃথিবী বল্লব'
উপাধি গ্রহণ করেন ?
উঃ- রাষ্ট্রকূট রাজা
দ্বিতীয় বিক্রমাদিত্য।
৫৭৬। হর্ষাব্দ গণনা শুরু
হয় কোন বছর থেকে ?
উঃ- ৬০৬ খ্রিস্টাব্দ
থেকে।
৫৭৭। ‘কিরাতার্জুনীয়ম'
গ্রন্থটি কার লেখা ?
উঃ- ভারবির লেখা।
৫৭৮। ভারবি কার সভাকবি
ছিলেন?
উঃ- সিংহবিষ্ণুর।
৫৭৯। কাঞ্চির কৈলাস মন্দিরটি
কে নির্মাণ করেন ?উঃ- দ্বিতীয় নরসিংহবর্মন।
৫৮০। পল্লব বংশের শ্রেষ্ঠ
রাজা কে ?
উঃ- নরসিংহবর্মন।
৫৮১। ভারতের শেষ বৃহৎ
হিন্দু সাম্রাজ্য কোনটি ?
উঃ- প্রতিহার বংশের সাম্রাজ্য।
৫৮২। রাষ্ট্রকূট বংশের
প্রতিষ্ঠাতা কে ?
উঃ- দন্তিদুর্গ।
৫৮৩। রাষ্ট্রকূট বংশের
শ্রেষ্ঠ রাজা কে ?
উঃ- তৃতীয় গোবিন্দ।
৫৮৪। মহাবলীপুর রথমন্দিরগুলি
কে নির্মাণ করেন ?
উঃ- নরসিংহবর্মন।
৫৮৫। ‘পবনদূত’ কাব্যের
রচয়িতা কে ?
উঃ- ধোয়ী।
৫৮৬। পুষ্যভূতি রাজাদের
রাজত্ব কোথায় ছিল ?
উঃ- থানেশ্বর।
৫৮৭। 'মিতাক্ষরা আইন'
কে রচনা করেন ?
উঃ- বিজ্ঞানেশ্বর।
৫৮৮। কত খ্রিস্টাব্দে
শশাঙ্কের মৃত্যু হয় ?
উঃ- ৬০৬ খ্রিস্টাব্দে
(মতান্তরে ৬৩৭)।
৫৮৯। দ্বিতীয় পুলকেশির
সভাকবির নাম কি ?
উঃ- রবিকীর্তি।
আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।
To Know More About Indian History Click Here