Latest

Saturday, January 29, 2022

Histrory General Knowladge Part - 26 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২৬ ।। Free PDF Download

 Histrory General Knowladge Part - 26

Histrory General Knowladge Part - 26
Histrory General Knowladge

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Histrory General Knowladge Part - 26 ।। ইতিহাস জেনারেল নলেজ পর্ব - ২৬ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমরা জানো History GK in Bengali যেকোনো প্রতিযোগিতা মুলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমি বা আমরা যতটা পারি তোমাদের গুরুত্বপূর্ণ general knowledge দিয়ে সাহায্য করার চেষ্টা করব, সঙ্গে থাকো পড়তে থাকো –

৫৪৪  সেন রাজগণ কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন?

উঃ- ব্রাহ্মণ্যধর্মের

৫৪৫। বল্লাল সেনের গুরু কে ছিলেন?

উঃ- অনিরুদ্ধ

৫৪৬। বাংলার শেষ সার্বভৌম রাজা কে?

উঃ- লক্ষণ সেন

৫৪৭। লক্ষণ সেনের পর বাংলার রাজা কে হন?

উঃ- কেশব সেন

৫৪৮। সন্ধ্যাকর নন্দী কার সভাকবি ছিলেন?

উঃ- রামপালের

৫৪৯। ‘রামচরিত’ এর রচয়িতা কে?

উঃ- সন্ধ্যাকর নন্দী

৫৫০। কোন তুর্কি নেতা বাংলা আক্রমণ করেন?

উঃ- বখতিয়ার খলজি

৫৫১। বখতিয়ার খলজির বাংলা আক্রমণ কালে বাংলার রাজা কে ছিলেন?

উঃ- লক্ষণ সেন

৫৫২। মাৎস্যন্যায়ের অবসান ঘটিয়েছিলেন কে?

উঃ- গোপাল

৫৫৩। প্রতিহার কথার অর্থ কি?

উঃ- দ্বাররক্ষী

৫৫৪। হর্ষবর্ধনের সময়ে মালবের রাজা কে ছিলেন?

উঃ- দেবগুপ্ত

৫৫৫। হর্ষবর্ধনের চিরশত্রু কে?

উঃ- শশাঙ্ক

৫৫৬। কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ হয়?

উঃ- দ্বিতীয় মহীপালের সময়

৫৫৭। পল্লব বংশের প্রতিষ্ঠাতা কে?

উঃ- শিবস্কন্দবর্মন

৫৫৮। পল্লব বংশের শেষ রাজা কে?

উঃ- অপরাজিতবর্মন

৫৫৯। দিব্য কে?

উঃ- কৈবর্ত বিদ্রোহের নায়ক

৫৬০। ভীম কে?

উঃ- কৈবর্ত বিদ্রোহের নেতা

৫৬১। ‘গীতগোবিন্দম্’ কাব্য কার রচনা?

উঃ- কবি জয়দেবের

৫৬২। হলায়ূধ কে ?

উঃ- লক্ষণ সেনের প্রধানমন্ত্রী

৫৬৩। চর্যাপদ কোন যুগে রচিত হয়?

উঃ- পাল যুগে


আজকের History GK in Bengali এর pdf টি ডাউনলোড করার জন্য নীচের লিঙ্কে ক্লিক করুন – Download PDF Click Here ।

To Know More About Indian History Click Here