LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART - 3
হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবLIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3 || জীবন বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব- ৩ || Free PDF Download
বন্ধুরা তোমরা নিশ্চয় জানো যে বর্তমানে পশ্চিমবঙ্গে সরকারি নার্সিং করার জন্য এন্ট্রান্স টেস্ট দিয়ে তোমাদের ভর্তি হতে হয় । আর এই এন্ট্রান্স এর সিলেবাস আগেই তোমারা জানো । কেউ না জানলে কমেন্টে জানিও আমি দিয়ে দেব ।
তোমরা জানো যে এন্ট্রান্স টেস্টে তোমাদের জীবন বিজ্ঞান থেকে মোট ৫০ নম্বর থাকবে তার মধ্যে ৩০ টি ১ নম্বরের ও ১০ টি ২ নম্বরের MCQ থাকবে । আজকে আমি তোমাদের সেই রকমই ৫৫ টি MCQ দিলাম আশা করি তোমাদের কাজে লাগবে ।
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
111. নিম্নের কোন্ শস্যটি মাটিতে N2- র পরিমাণ বৃদ্ধি করে ?
(a) সূর্যমুখী
(b) মটরশুঁটি
(c) আলু
(d) জোয়ার
112. ভিটামিন B তৈরি হয় যে ছত্রাক থেকে সেটি হল –
(a) ইস্ট
(b) পেনিসিলিয়াম
(c) পাকসিনিয়া
(d) কোনোটিই নয় ।
113. পপুলেশন ঘনত্ব কম হলে জন্মহার –
a. বেশি হবে ।
b. কম হবে ।
c. কোনো পরিবর্তনই হবে না
d. সমান থাকবে
114. সর্বোচ্চ কোন্ তাপমাত্রায় জীব স্বাভাবিক জীবনক্রিয়া করতে পারে ?
a. 40 ° C - 45 ° C
b. 45 ° C - 50 ° C
c. 50 ° C - 55 ° C
d. 40 ° C - 60 ° C
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
115. তৃণভূমির খাদ্যশৃঙ্খলে প্রাথমিক খাদকটি হল –
a. হরিণ
b. পতঙ্গের লার্ভা
c. ঘাসফড়িং
d. শূকর
116. জলাভূমির খাদ্যশৃঙ্খলে প্রগৌণ খাদকটি হল –
a. সারস
b. ঈগল
c. প্যাঁচা
d. হাঙর
117. পৃথিবীতে বিকিরিত সূর্যালোকের কত শতাংশ সবুজ উদ্ভিদ কর্তৃক শোষিত হয় ?
a. 0.02
b. 0.01
c. 0.05
d. 0.10
118. সূর্য থেকে আগত আলোকশক্তির কত শতাংশ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আবদ্ধ হয় ?
a. 0.1
b. 0.5
c. 0.6
d. 1
119. শক্তি স্থানান্তরের প্রতি ধাপে কত শতাংশ শক্তি দেহগঠনের কাজে লাগে ?
a. 20
b. 15
c. 10
d. 25
120. নীচের কোনটি কবজা সন্ধি ?
a. হাঁটু সন্ধি
b. স্কন্ধ সন্ধি
c. হিপ সন্ধি
d. পিভট সন্ধি
121. নীচের কোনটি ফ্লেক্সর পেশি ?
a. হ্যামস্ট্রিং
b. গ্যাসট্রোকনেমিয়াস
c. উভয়ই
d. কোনোটিই নয়
122. জীবের স্বেচ্ছায় স্থান পরিবর্তন করাকে বলে –
a. চলন
b. সঞ্চালন
c. গমন
d. চলন ও গমন
123. হিউমেরাস অস্থি উপস্থিত থাকে –
a. ঊর্ধ্ববাহু
b. নিম্নবাহু
c. নিম্ন চোয়াল
d. থাই
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
124. ইউক্লিনার গমন অঙ্গ হল –
a . সিলিয়া
b . ফ্ল্যাজেলা
c. ক্ষণপদ
d. কর্ষিকা
125. সিলিয়ারি গতি দেখা যায় –
a. প্যারামিসিয়ামে
b. অ্যামিবায়
c. ইউগ্লিনাতে
d. কেঁচোতে
126. মায়োটোম পেশি গমনে সাহায্য করে কোন প্রাণীটিতে ?
a . ব্যাং
b . সাপ
c . কেঁচো
d . মাছ
127. মাছেদের জলে স্থিরভাবে ভাসতে সাহায্য করে কোন পাখনা ?
a . পুচ্ছ পাখনা
b . বক্ষ পাখনা ও শ্রোণি পাখনা
c . পৃষ্ঠ পাখনা
d . শ্রেণি পাখনা
128. মানুষের কোন পেশি সংকুচিত হলে পা উপরের দিকে উত্তোলিত হয় ?
a . এক্সটেনসর ডিজিটোরিয়াম
b . বাইসেপস্ ফিমোরিস
c . ট্রাইসেপস
d . রোটেটর পেশি
129. গমনের সময় মস্তিষ্কের কোন্ অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে ?
a . গুরুমস্তিষ্ক
b . লঘুমস্তিষ্ক
c . থ্যালামাস
d . হাইপোথ্যালামাস
130. মানবদেহে কতগুলি কশেরুকা দেখা যায় ?
a . 30
b . 31
c . 32
d . 33
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
131. কব্জা সন্ধির উদাহরণ হল –
a . হাঁটু সন্ধি
b . বল ও সকেট সন্ধি
c . স্কন্ধ সন্ধি
d . হিপ সন্ধি
132. বল ও সক্টে সন্ধির উদাহরণ হল –
a . হাঁটু সন্ধি
b . কনুই সন্ধি
c . উরু সন্ধি
d . করোটির অস্থি সন্ধি
133. ডেলটয়েড পেশি হল –
a . একটেনসর পেশি
b . অ্যাবডাক্টার পেশি
c . ফ্রেক্সর পেশি
d . রোটেটর পেশি
134. হাতের বাইসেপস পেশি হল –
a . ফ্রেক্সর পেশি
b . এক্সটেনসর পেশি
c . অ্যাবডাক্টর পেশি
d . অ্যাডাক্টর পেশি
135. একটি স্টেরয়েডধর্মী হরমোন হল –
a . থাইরক্সিন
b . ইনসুলিন
c . টেস্টোস্টেরন
d . অ্যাড্রিনালিন
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
136. থাইরক্সিন কী প্রকৃতির হরমোন ?
a . অ্যামাইনোধর্মী
b . প্রোটিনধর্মী
c . লিপিডধর্মী
d . স্টেরয়েডধর্মী
137. ফিডব্যাক নিয়ন্ত্রণে অংশগ্রহণ করে কোন হরমোন ?
a . ACTH
b . TSH
c . GTH
d . STH
138. পশ্চিমবঙ্গের কোন্ জাতীয় পার্কে গণ্ডার সংরক্ষণ করা হয় ?
a . সুন্দরবন
b . জলদাপাড়া
c . গুজরাটের গির
d . অসমের কাজিরাঙা
139. পশ্চিমবঙ্গের সুন্দরবন হল –
a . অভয়ারণ্য
b . জাতীয় পার্ক
c . বায়োস্ফিয়ার রিজার্ভ
d . সংরক্ষিত বন
140. ভারতের নবীনতম বায়োস্ফিয়ার হল –
a . সুন্দরবন
b . সিমলিপাল
c . অমরকণ্টক
d . পাঁচমারি
141.. ক্যানসার বিরোধী পদার্থ হল –
a . ল্যাকোসিস
b . এপিস
c . ডাটুরিন
d . ট্যাক্সল
142. ভারতের ক্ষুদ্রতম জাতীয় উদ্যান হল –
a . সাউথ বাটন জাতীয় উদ্যান ( আন্দামান )
b . দুধওয়া জাতীয় উদ্যান ( উত্তর প্রদেশ )
c . সিঙ্গালিলা জাতীয় উদ্যান ( পশ্চিমবঙ্গ )
d . কানহা জাতীয় উদ্যান ( মধ্যপ্রদেশ )
143.. একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের জীববৈচিত্র্যের সম্মিলিত রূপকে বলে –
a. α বৈচিত্র্য
b. β বৈচিত্র্য
c. বৈচিত্র্য
d. কোনোটিই নয়
144. সারা পৃথিবীতে স্বীকৃত হটস্পটের সংখ্যা হল –
a . 816
b . 36 টি
c . 64 টি
d . 6 টি
145. JFM প্রকল্পটি প্রথম চালু হয় –
a . পশ্চিমবঙ্গে
b . হরিয়ানাতে
c . অসম
d . উত্তরপ্রদেশ
146. বিপন্ন প্রজাতির বানর নীচের কোন্ Hotspot অঞ্চলে পাওয়া যায় ?
a . পূর্ব হিমালয় অঞ্চলে
b . ইন্দো বার্মা অঞ্চলে
c . পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা অঞ্চলে
d . সুন্দাল্যান্ড অঞ্চলে
147. ভারতবর্ষের একটি বহিরাগত প্রজাতি হল –
a. তেলাপিয়া
b. পার্থেনিয়াম
c. কচুরিপানা
d. সবকটি
148. কোনো অঞ্চলের স্থানীয় মানুষের জীববৈচিত্র্য সম্পর্কিত তথ্য রেকর্ড বা তথ্যভাণ্ডার হল –
a . WWE
b . IUCN
c . JFM
d . PBR
149. করোনা ভাইরাস হল এক ধরনের –
a . প্রাণী ভাইরাস
b . উদ্ভিদ ভাইরাস
c . স্তন্যপায়ী ভাইরাস
d . স্বাধীনজীবী ভাইরাস
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
150. করোনা ভাইরাস ঘটিত একটি রোগ হল –
a . ইনফ্লুয়েঞ্জা
b . COVID - 19
c . হাম
d . COPD
151. যে করোনা ভাইরাস সংক্রমণে COVID - 19 হয় তার নাম –
a . SARS COV - 2
b . Corona virus OC43
c . MERS Cov
d . HKUI
152. করোনা ভাইরাস কত রকমের হয় ?
a . 2
b . 3
c . 4
d . 1
153. COVID - 19- এর ভাইরাস হল –
a . আলফা করোনা ভাইরাস
b . বিটা করোনা ভাইরাস
c . গামা করোনা ভাইরাস
d . ডেল্টা করোনা ভাইরাস
154. S প্রোটিন থাকে করোনা ভাইরাসের –
a . নিউক্লিওক্যাপসিডে
b . প্রোটিন খোলকে
c . S স্পাইকে
d . ভাইরাসের ভিতরে
155. একটি আলফা করোনা ভাইরাসের উদাহরন হল –
a . HCoV229
b . SARS CoV
c . HCoV HKU
d . SARS CoV - 2
156. S প্রোটিনের আণবিক ওজন –
a . 150 KDa
b . 30KDa
c . 12 KDa
d . 114 KDa
157. পোষক কোশের গ্রাহকের নাম
a . ACE
b . গলগি কমপ্লেক্স
c . রাইবোজোম প্রোটিন
d . নিউক্লিওপ্রোটিন
158. SARS CoV - 2- এর প্রাথমিক উৎস হল –
a . প্যাঙ্গোলিন
b . পাখি
c . বাদুড়
d . ইঁদুর
159. COVID - 19- এর ক্ষেত্রে ইনকউবেশন কাল –
a . 2-14 দিন
b . 1-4 দিন
c . 1-3 দিন
d . 1 মাস
160. COVID 19 ছড়ানোর মাধ্যম হল –
a . ড্রপলেট
b . জল
c . দৃষ্টি
d . বাদুড়
161. 2020 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কোন সময়ে COVID 19 - এর সবচাইতে বেশি সংক্রমণ ঘটেছিল ?
a . এপ্রিল
b . সেপ্টেম্বর
c . জুন
d . মে
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
162. করোনা ভাইরাসের জিনোম নির্ভর একটি পরীক্ষা হল –
a . RT - PCR
b . অ্যান্টিজেন টেস্ট
c . অ্যান্টিবডি টেস্ট
d . স্পুটাম
163. নিম্নলিখিত কোন রোগটির ক্ষেত্রে COVID-19 মারাত্মক হয় না –
a. CKD
b. COPD
c. ডায়াবেটিস
d. সাইজোফ্রেনিয়া
164. COVID-19 সংক্রমনে প্রতিরোধ সৃষ্টি সামজিক রূপ বজায় রেখে চলা
a. একটি ব্যক্তিগত চেষ্টা
b. সরকারি আদেশ
c. সামাজিক প্রচেষ্টা
d. অনুশাসন
165. সিরাম হল মানুষের –
a. রক্তকোশ
b. রক্তকোশ বাদে অংশ
c. কলারস
d. পরিস্রুত রক্ত ।
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL এর আজকের PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন –
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3 এর উত্তর গুলি দেখার জন্য ক্লিক করো - Click Here
LIFE SCIENCE GK ANM(R) & GNM SPECIAL PART-3
To Give Mock Test Class IX - XII Click Here