Latest

Thursday, January 19, 2023

West Bengal ANM GNM Notification 2023 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায়

 West Bengal ANM GNM Notification 2023 in Bengali 


প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, West Bengal ANM GNM Notification 2023 in Bengali ।। পশ্চিমবঙ্গের নার্সিং কোর্সে ভর্তির নোটিফিকেশন সম্পূর্ণ বাংলায়

প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জানো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফে রাজ্যে ANM GNM 2023 কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তোমরা যারা উক্ত কোর্সে ভর্তি হতে চাইছো তোমরা অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি সংগ্রহ করে এই কোর্সে ভর্তি হবার যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি, সিলেবাস সম্পর্কে জেনে নাও। তাছাড়া আমরা নীচে এই বিজ্ঞপ্তি সম্পূর্ণ বাংলা ভাষায় এবং খুবই সহজ সরল ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। 

তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নাও এবং আবেদন করে দাও নির্দিষ্ট সময়ের মধ্যে। 

 

Exam Board :- West Bengal Joint Entrance Examinations Board .

Exam Name:-  WB JEE ANM GNM Exam 2023

কোর্সের নামঃ- ANM(R) & GNM

 

শিক্ষাগত যোগ্যতাঃ- 

(১) যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে।

(২) উচ্চ মাধ্যমিকে ইংরেজি বিষয় অবশ্যই পাশ করে থাকতে হবে।

(৩) যেসব ছাত্র- ছাত্রীরা 2023 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবে।

(৪) যেসব প্রার্থীরা Health Care Science বিষয়ে Vocational -এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবে।

ডাক্তারি সার্টিফিকেটঃ- শারিরীক ভাবে ফিট থাকতে হবে ।

 বয়সসীমাঃ-

(১) ৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখের মধ্যে প্রার্থীর বয়স ১৭ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

(২) SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবে।

আবেদন শুরু ➜ ১৭ই জানুয়ারি ২০২৩

আবেদন শেষ ➜ ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

পরীক্ষার তারিখঃ- ২রা জুলাই ২০২৩ (রবিবার)

পরীক্ষার সময়ঃ- দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত 

 

আবেদন পদ্ধতিঃ- প্রার্থীদের আবেদন করতে হবে সরাসরি অনলাইনে মাধ্যমে। 

 

আবেদন মুল্যঃ-

জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০ টাকা। 

SC/ ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ টাকা।

গুরুত্বপূর্ণ তথ্যঃ-

(১) সমস্ত প্রশ্ন একাধিক-চয়েস প্রশ্ন (MCQ) ধরনের হবে, চারটি উত্তর বিকল্প সহ । 

(২) পরীক্ষার জন্য সময়ঃ- 1½ ঘন্টা। 

(৩) প্রশ্ন হবে ইংরেজি ও বাংলা উভয় ভাষায়।

 

সিলেবাসঃ-  জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, গণিত ভারতের স্বীকৃত বোর্ড/কাউন্সিলের দশম শ্রেণীর মানের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে এবং ইংরেজি, সাধারণ জ্ঞান, রিজিনিং দ্বাদশ মানের পাঠ্যক্রমের সমতুল্য হবে। সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন - ANM & GNM SYLLABUS

 

স্কোরিং পদ্ধতিঃ-

বিভাগ - ক

• শুধুমাত্র একটি বিকল্প সঠিক। 

• সঠিক বিকল্পটি ১ (এক) নম্বর দেবে

• ভুল বিকল্পটি – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর দেবে। 

• একাধিক বিকল্পের সমন্বয়ের জন্য, সঠিক বিকল্প থাকলেও, উল্লিখিত উত্তরটি ভুল হিসাবে গণ্য হবে এবং – ১/৪ (ঋণাত্মক ১/৪) নম্বর পাবে। 

• প্রশ্ন না করলে ০ নম্বর পাওয়া যাবে।

  

বিভাগ-খ 

• এক বা একাধিক বিকল্প সঠিক হতে পারে ।

• সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করলে শুধুমাত্র ২ (দুই) নম্বর পাওয়া যাবে। 

• এক বা একাধিক ভুল বিকল্প সম্বলিত উত্তরগুলির যেকোন সংমিশ্রণের জন্য, উল্লিখিত উত্তরটিকে ভুল হিসাবে গণ্য করা হবে, এবং এটি শূন্য (0) নম্বর দেবে, এমনকি যদি নির্বাচিত বিকল্পগুলির মধ্যে এক বা একাধিক সঠিকও হয়। 

• আংশিকভাবে সঠিক উত্তরের জন্য, যেমন, যখন সমস্ত সঠিক বিকল্প চিহ্নিত করা হয় না এবং কোনো ভুল বিকল্পও চিহ্নিত করা হয় না, তখন মার্ক দেওয়া হয় = 2 x (সঠিক বিকল্পের সংখ্যা চিহ্নিত) / (আসলে সঠিক বিকল্পগুলির মোট সংখ্যা)

প্রশ্ন না করার চেষ্টা না করলে 0 পাওয়া যাবে ।


ANM & GNM SYLLABUS DOWNLOAD HERE.