Physical Science GK Part - 3
![]() |
Physical Science GK |
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের রাশি ও পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
৩১) বস্তুর ভর মাপা হয় কিসের সাহায্যে ?
উঃ- সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে।
৩২) বস্তুর ওজন মাপা হয় কিসের সাহায্যে ?
উঃ- স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে।।
৩৩) বস্তুর ওজন কোথায় সর্বাধিক হয় ?
উঃ- মেরু অঞ্চলে।
৩৪) বস্তুর ওজন কোথায় শূন্য হয় ?
উঃ- পৃথিবীর কেন্দ্রে।
৩৫) ভরের নিত্যতা সূত্রের আবিষ্কারক কে ?
উঃ- ল্যাভয়ে শিয়রে।
৩৬) CGS - পদ্ধতিতে মৌলিক একক গুলি কী কী ?
উঃ- সেন্টিমিটার, গ্রাম, সেকেন্ড।
৩৭) একক বিহীন দুটি রাশির নাম লেখ।
উঃ- আপেক্ষিক গুরুত্ব ও পারমাণবিক গুরুত্ব।
৩৮) চাপের cgs একক কী ?
উঃ- ডাইন/বর্গসেমি।
৩৯) ম্যাগনেশিয়াম তারকে বায়ুতে পোড়ালে তার ওজন ____ পায়।
উঃ- বৃদ্ধি পায়।
৪০) লোহাকে আদ্র বাতাসে ফেলে রাখলে লোহার ওজন ___ পায় ।
উঃ- হ্রাস পায়।
৪১) ঘড়ির স্প্রিং গোটালে কোন শক্তি সঞ্চিত হয় ?
উঃ- স্থিতি শক্তি।
৪২) জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কত উষ্ণতায় ?
উঃ- ৪°c উষ্ণতায়।
৪৩) ৪°c উষ্ণতায় ১ লিটার জলের ভর কত ?
উঃ- ১ কিলোগ্রাম।
৪৪) চাপ কী ধরনের রাশি ?
উঃ- স্কেলার রাশি।
৪৫) চাপের একক মৌলিক না লব্ধ ?
উঃ- লব্ধ একক।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২ দেখুন ।