Physical Science GK Part - 5
![]() |
Physical Science GK |
নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 5 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫ ।। Free PDF Download ।
বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের পদার্থের পরমাণুর গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।
প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।
Physical Science GK poromanur gothon
১) পরমাণুর মূল
উপাদান কয়টি ও কী কী ?
উঃ- তিনটি - ইলেকট্রন
, প্রোটন ও নিউট্রন।
২) পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে কোন কোন কণা থাকে
?
উঃ- প্রোটন ও নিউট্রন।
৩) হাইড্রোজেনের
পরমাণুতে কোন কণা থাকে না ? ( ব্যাতিক্রম)
উঃ- নিউট্রন
৪) ঋণাত্মক তড়িৎগ্ৰস্ত
কণা কোনটি ?
উঃ- ইলেকট্রন।
৫) ধনাত্মক তড়িৎগ্ৰস্ত
কণা কোনটি ?
উঃ- প্রোটন।
৬) নিস্তড়িৎ কণা
কোনটি ?
উঃ- নিউট্রন।
৭) ইলেকট্রনগুলি
পরস্পরকে বিকর্ষণ করে কেন ?
উঃ- তড়িৎগ্রস্থ
হওয়ার জন্য।
৮) একই মৌলের ভিন্ন
ভরসংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে কী বলে ?
উঃ- পরস্পরের আইসোটোপ
বলে।
৯) পরমাণুর কোন
অংশ সর্বদা পজেটিভ তড়িৎগ্ৰস্থ হয় ?
উঃ- নিউক্লিয়াস।
১০) পরমাণুর সবচেয়ে
বাইরের কক্ষপথে কটির বেশি ইলেকট্রন থাকতে পারেনা ?
উঃ- আটটির বেশি ইলেকট্রন থাকতে পারেনা ।
১১) নিউক্লিয়নগুলির
মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে কী বলে ?
উঃ- নিউক্লিয় বল।
১২) নিউক্লিয়ন
কী?
উঃ- প্রোটন ও নিউট্রন
কণাকে একত্রে নিউক্লিয়ন বলে।
১৩) অ্যালুমিনিয়াম
এর পরমাণু ক্রমাঙ্ক কত ?
উঃ- ১৩ ।
১৪) কার্বনের পারমাণবিক
সংখ্যা কত ?
উঃ- ৬ ।
১৫) নির্দিষ্ট পারমাণবিক
সংখ্যা ও ভরসংখ্যা বিশিষ্ট
নিউক্লিয়াসকে কী
বলে ?
উঃ- নিউক্লাইড।
আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here ।
ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪ দেখুন ।