Latest

Monday, April 11, 2022

Physical Science GK Part - 5 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৫ ।। Free PDF Download

 Physical Science GK Part - 5 

Physical Science GK Part - 5
Physical Science GK

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 5 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব -  ।। Free PDF Download 

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে  তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের পদার্থের পরমাণুর গঠন থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম 

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো 

 

Physical Science GK poromanur gothon


১) পরমাণুর মূল উপাদান কয়টি ও কী কী ?

উঃ- তিনটি - ইলেকট্রন , প্রোটন ও নিউট্রন।

২)  পরমাণুর নিউক্লিয়াসের কেন্দ্রে কোন কোন কণা থাকে ?

উঃ- প্রোটন ও নিউট্রন।

৩) হাইড্রোজেনের পরমাণুতে কোন কণা থাকে না ? ( ব্যাতিক্রম)

উঃ- নিউট্রন

৪) ঋণাত্মক তড়িৎগ্ৰস্ত কণা কোনটি ?

উঃ- ইলেকট্রন।

৫) ধনাত্মক তড়িৎগ্ৰস্ত কণা কোনটি ?

উঃ- প্রোটন।

৬) নিস্তড়িৎ কণা কোনটি ?

উঃ- নিউট্রন।

৭) ইলেকট্রনগুলি পরস্পরকে বিকর্ষণ করে কেন ?

উঃ- তড়িৎগ্রস্থ হওয়ার জন্য।

৮) একই মৌলের ভিন্ন ভরসংখ্যা বিশিষ্ট পরমাণুগুলিকে কী বলে ?

উঃ- পরস্পরের আইসোটোপ বলে।

৯) পরমাণুর কোন অংশ সর্বদা পজেটিভ তড়িৎগ্ৰস্থ হয় ?

উঃ- নিউক্লিয়াস।

১০) পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষপথে কটির বেশি ইলেকট্রন থাকতে পারেনা ?

উঃ- আটটির বেশি ইলেকট্রন থাকতে পারেনা ।

১১) নিউক্লিয়নগুলির মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে কী বলে ?

উঃ- নিউক্লিয় বল।

১২) নিউক্লিয়ন কী?

উঃ- প্রোটন ও নিউট্রন কণাকে একত্রে নিউক্লিয়ন বলে।

১৩) অ্যালুমিনিয়াম এর পরমাণু ক্রমাঙ্ক কত ?

উঃ-  ১৩ ।

১৪) কার্বনের পারমাণবিক সংখ্যা কত ?

উঃ- ৬ ।

১৫) নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা ও ভরসংখ্যা বিশিষ্ট

নিউক্লিয়াসকে কী বলে ?

উঃ- নিউক্লাইড।



আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download  ক্লিক করুন - Download PDF Click Here 

 

ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ৪ দেখুন