Latest

Thursday, April 7, 2022

Physical Science GK Part - 2 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download

 Physical Science GK Part - 2

Physical Science GK Part - 2
Physical Science GK

নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি Physical Science GK Part - 2 ।। ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ২ ।। Free PDF Download ।

বন্ধুরা তোমারা নিশ্চয় জানো ভৌত বিজ্ঞান থেকে বিভিন্ন চাকরীর পরক্ষায় নানান গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে । তাই আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের রাশি ও পরিমাপ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন-উত্তর শেয়ার করলাম ।

প্রয়োজনে নীচের দেওয়া লিঙ্ক থেকে PDF ডাউনলোড করে নিতে পারো ।

Physical Science GK Rashi o Porimap

১৬) ভৌত রাশি কয় প্রকার ও কী কী ?

উঃ- দুই প্রকার - ১) স্কেলার রাশি , ২) ভেক্টর রাশি।

১৭) যেসব রাশির কেবল মান আছে কিন্তু অভিমুখ নেই তাদের কোন রাশি বলে ?

উঃ-  স্কেলার রাশি ।

১৮) যেসব রাশির মান ও ভাভিমুখ দুই-ই আছে  তাদের কোন রাশি বলে ?

উঃ- ভেক্টর রাশি।

১৯) ভর কী ধরনের রাশি ?

উঃ- স্কেলার রাশি ।

২০) ভার কী ধরনের রাশি ?

উঃ- ভেক্টর রাশি।

২১) 'CGS'- পদ্ধতিতে ভরের একক কী ?

উঃ- গ্রাম।

২২) 'FPS'- পদ্ধতিতে ভরের একক কী ?

উঃ- পাউন্ড।

২৩) 'MKS' এবং 'SI' পদ্ধতিতে ভরের একক কী ?

উঃ- কিলোগ্রাম।

২৪) মেগামিটার ও ফেমটোমিটার কী ?

উঃ- দৈর্ঘ্যের একক।

২৫) ১ মেগামিটার = কত মিটার ?

উঃ- ১০ মিটার।

২৬) ১ ফেমটোমিটার = কত মিটার ?

উঃ- ১০-৫ মিটার।

২৭) সোনা বা হিরের ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উঃ- ক্যারাট।

২৮) অনু - পরমাণুর ভর মাপার জন্য কোন একক ব্যবহার করা হয় ?

উঃ- AMU (Atomic Mass Unit).

২৯) মেট্রোনাম কী ?

উঃ- একধরনের ঘড়ি।

৩০) মেট্রোনাম ঘড়ি কোন কাজে ব্যবহার করা হয় ?

উঃ- উপগ্রহ উৎক্ষেপণ কালে এই ঘড়ির সাহায্যে নির্ভুল ভাবে সময় পরিমাপ করা যায়।


আজকের বিষয়ের PDF টি ডাউনলোড করতে নীচের Download এ ক্লিক করুন - Download PDF Click Here 


ভৌত বিজ্ঞান জেনারেল নলেজ পর্ব - ১ দেখুন ।