Latest

Saturday, April 26, 2025

Daily Bengali Current Affairs 26th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে এপ্রিল ২০২৫

Daily Bengali Current Affairs 26th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে এপ্রিল ২০২৫

Daily Bengali Current Affairs 26th April 2025

Daily Bengali Current Affairs 26th April 2025

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 26th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৬শে এপ্রিল ২০২৫।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 26th April 2025
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোথায় দুই দিনের ইন্ডিয়া সামিট 2025 এর আয়োজন করা হয়েছিল ?

(ক) মহারাষ্ট্র     

(খ) গুজরাট    

(গ) তেলেঙ্গানা   

(ঘ) কোনটিই নয়


২। সম্প্রতি বিশ্ব ম্যালেরিয়া দিবসকবে পালিত হয়েছে ?


(ক) ২৪ শে এপ্রিল  

(খ) ২৩ শে এপ্রিল   

(গ) ২৫ শে এপ্রিল   

()  ২৬ শে এপ্রিল


৩। সম্প্রতি, কোন রাজ্যের 27টি জেলার মধ্যে 16টি ম্যালেরিয়া মুক্ত ঘোষণা করা হয়েছে ?


(ক) ওড়িশা   

(খ) অন্ধ্রপ্রদেশ   

(গ) অরুণাচল প্রদেশ   

(ঘ) বিহার


৪। সম্প্রতি ভারত কোন দেশে 2 মিলিয়ন ডলার মূল্যের চিকিৎসা সহায়তা পাঠিয়েছে ?


(ক) ভূটান    

(খ) বাংলাদেশ     

(গ) নেপাল     

(ঘ) মালদ্বীপ


৫। সম্প্রতি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস”-এর চেয়ারম্যানের পদ থেকে কে পদত্যাগ করেছেন ?


(ক) ক্যাম্পবেল উইলসন   

(খ) টি রবিশঙ্কর    

(গ) এস আইয়ার   

(ঘ) সলিলা পান্ডে


৬। সম্প্রতি AI বিনিয়োগের ভিত্তিতে মোট শীর্ষ 10টি দেশের মধ্যে কে শীর্ষে রয়েছেন ?


(ক) কানাডা   

(খ) চীন   

(গ) জাপান   

(ঘ) আমেরিকা


৭। সম্প্রতি CISF কোন রাজ্যের লেংপুই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে ?


(ক) আসাম   

(খ) নাগাল্যান্ড   

(গ) মিজোরাম   

(ঘ) কোনটিই নয় 


৮। সম্প্রতি কোথায় দুদিনব্যাপী দুষ্প্রাপ্য মুদ্রার প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে ?

(ক) পুনে   

() নিউ দিল্লী    

(গ) জম্মু   

(ঘ) লক্ষৌ


৯। সম্প্রতি কে, লিভারের রোগের জন্য HEALD উদ্যোগ চালু করেছে ?


(ক) নিতিন গড়করি   

(খ) এস আইয়ার    

(গ) অমিত শাহ   

(ঘ) হরদীপ সিং পুরী


১০। সম্প্রতি, ভারত কোন প্রতিবেশী দেশকে 4.8 টন ভ্যাকসিন দান করেছে ?


(ক) নেপাল   

(খ) আফগানিস্তান    

(গ) মালদ্বীপ  

(ঘ) বাংলাদেশ



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।