Daily Bengali Current Affairs 24th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৪শে এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 24th April 2025
১। সম্প্রতি সমাপ্ত ‘ISSF বিশ্বকাপ 2025’-এ কোন দেশ শীর্ষে আছে?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) কোনটিই নয় ।
২। সম্প্রতি ‘বিশ্ব
বই ও কপিরাইট দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) ২১ শে এপ্রিল
(খ) ২২ শে এপ্রিল
(গ) ২৩ শে এপ্রিল
(ঘ) ২৪ শে এপ্রিল ।
৩। সম্প্রতি
কোন দেশ সফলভাবে নন-পারমাণবিক হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে ?
(ক) রাশিয়া
(খ) আমেরিকা
(গ) চীন
(ঘ) ভারত ।
৪। সম্প্রতি
ভারতীয় বায়ুসেনার বিখ্যাত সূর্য কিরণ অ্যারোবেটিক দলের উত্তেজনাপূর্ণ এয়ার শো
কোথায় আয়োজিত হয়েছিল ?
(ক) আসাম
(খ) ওড়িশা
(গ) বিহার
(ঘ) পশ্চিমবঙ্গ
।
৫। সম্প্রতি গুজরাটের গান্ধীনগরে কে 40টি দক্ষতা কোর্স প্রদানকারী NSDC-PDEU কেন্দ্র চালু করেছে ?
(ক) জয়ন্ত চৌধুরী
(খ) হরদীপ সিং পুরী
(গ) নিতিন গড়করি
(ঘ) এদের কেউ নয় ।
৬। সম্প্রতি IMF অনুমান অনুযায়ী 2026 আর্থিক বছরের জন্য ভারতের বৃদ্ধির হার
কত শতাংশ হবে ?
(ক) ৫ শতাংশ
(খ) ৫.৫ শতাংশ
(গ) ৬.৫
(ঘ) ৬.২ শতাংশ ।
৭। সম্প্রতি আসামের কোকরাঝারে মর্যাদাপূর্ণ ‘গুরুদেব
কালীচরণ ব্রহ্ম পুরস্কার 2025’-এ কে সম্মানিত হয়েছেন ?
(ক) সুনীল প্রভাকর
(খ) রাফায়েল নাদাল
(গ) ডঃ অচ্যুত সামন্ত
(ঘ) ডঃ
বিনয়মোহন ঝা ।
৮। সম্প্রতি, 10 লক্ষ টাকার বেশি মূল্যের বিলাসবহুল সামগ্রীর উপর কত শতাংশ TCS আরোপ করা হয়েছে ?
(ক) ০২ শতাংশ
(খ) ০৫ শতাংশ
(গ) ০১ শতাংশ
(ঘ) ০৩ শতাংশ ।
৯। সম্প্রতি
কেন্দ্রীয় প্রত্নতাত্ত্বিক উপদেষ্টা বোর্ডের (CABA) 38তম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) মুম্বাই
(খ) ব্যাঙ্গালুরু
(গ) নয়া দিল্লী
(ঘ) জয়পুর ।
১০। সম্প্রতি
সুজুকি অ্যারোবিক্স জিমন্যাস্টিকস বিশ্বকাপ 2025 কোথায় অনুষ্ঠিত হবে ?