Daily Bengali Current Affairs 15th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 15th April 2025
১। সম্প্রতি, কোন দেশ টানা 14 তম বছরে জনসংখ্যা হ্রাস পেয়েছে ?
(ক) রাশিয়া
(খ) শ্রীলংকা
(গ) জাপান
(ঘ) চীন ।
২। সম্প্রতি ‘বিশ্ব
চাগাস রোগ দিবস’ কবে পালিত হয়েছে ?
(ক) ১১ই এপ্রিল
(খ) ১২ই এপ্রিল
(গ) ১৪ই এপ্রিল
(ঘ) ১৫ই এপ্রিল ।
৩। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী কোথায় একটি অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন করেছেন ?
(ক) কলকাতা
(খ) দিল্লী
(গ) ভুবনেশ্বর
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি, প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যে মহারাজা অগ্রসেন বিমানবন্দরে নতুন টার্মিনাল
ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ?
(ক) ঝাড়খণ্ড
(খ) বিহার
(গ) হরিয়ানা
(ঘ)
পশ্চিমবঙ্গ ।
৫। সম্প্রতি কোন দেশ লেজার নির্দেশিত অস্ত্র
পদ্ধতি পরীক্ষা করা চতুর্থ দেশ হয়েছে ?
(ক) ভারত
(খ) চীন
(গ) জাপান
(ঘ) ফিলিস্তিন ।
৬। কোন রাজ্য
সরকার সম্প্রতি ভূ-ভারতী আইন এবং ভূ-ভারতী ল্যান্ড পোর্টাল চালু করেছে ?
(ক) পাঞ্জাব
(খ) বিহার
(গ) রাজস্থান
(ঘ) তেলেঙ্গানা ।
৭। সম্প্রতি কোন রাজ্য SC শ্রেণীবিভাগ আইন কার্যকর করতে প্রথম হয়েছে ?
(ক) বিহার
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) তেলেঙ্গানা
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৮। সম্প্রতি
টি-টোয়েন্টিতে 100 হাফ সেঞ্চুরি পূর্ণ করা প্রথম ভারতীয় কে ?
(ক) রোহিত শর্মা
(খ) হার্দিক পান্ডিয়া
(গ) বিরাট কোহলি
(ঘ) অভিষেক শর্মা ।
৯। জাতীয়
ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি সম্প্রতি কোথায় ফিল্ম ফরেনসিক নিয়ে একটি
সেমিনারের আয়োজন করেছে ?
(ক) পুনে
(খ) মুম্বাই
(গ) নয়া দিল্লী
(ঘ) ব্যাঙ্গালোর ।
১০। সম্প্রতি
মধ্যপ্রদেশ সরকার ঘোষিত ডক্টর ভীমরাও আম্বেদকর বন্যপ্রাণী অভয়ারণ্য কোন জেলায়
অবস্থিত ?