Daily Bengali Current Affairs 10th April 2025 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১০ই এপ্রিল ২০২৫
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 10th April 2025
১। সম্প্রতি BIMSTEC কৃষিমন্ত্রীদের তৃতীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) নেপাল
(ঘ) ফ্রান্স ।
২। সম্প্রতি “CRPF বীরত্ব দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১০ই এপ্রিল
(খ) ৫ই এপ্রিল
(গ) ৯ই এপ্রিল
(ঘ) ৮ই এপ্রিল ।
৩। সম্প্রতি
ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্ল্যান্ট কোথায় নির্মিত হবে ?
(ক) বিহার
(খ) অন্ধ্রপ্রদেশ
(গ) ওড়িশা
(ঘ) কোনটিই নয়
।
৪। সম্প্রতি ‘Willow
bat’ কোথায় জিআই ট্যাগ পেয়েছে?
(ক) পাঞ্জাব
(খ) হিমাচল প্রদেশ
(গ) জম্মু ও কাশ্মীরে
(ঘ) কর্ণাটক ।
৫। সম্প্রতি বম্বে স্টক এক্সচেঞ্জে (BSE) কে ডেপুটি CIO নিযুক্ত হয়েছেন?
(ক) ভিরাল দাভাদা
(খ) গোপাল বিঠল
(গ) রাহুল ভাবে
(ঘ) সতীশ চাভা ।
৬। সম্প্রতি, IIM আহমেদাবাদ তার প্রথম বিদেশী ক্যাম্পাস কোথায় খুলবে ?
(ক) বার্লিন
(খ) প্যারিস
(গ) টোকিও
(ঘ) দুবাই ।
৭। সম্প্রতি ফিনটেক স্টার্টআপ ইকোসিস্টেম ফান্ডিং বাড়াতে শীর্ষে কোন দেশ ?
(ক) যুক্তরাজ্য
(খ) ভারত
(গ) আমেরিকা
(ঘ) ফ্রান্স ।
৮। সম্প্রতি
নেপাল রাষ্ট্র ব্যাঙ্কের ভারপ্রাপ্ত গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) অরুণ পল্লী
(খ) সুনীল ভারতী
(গ) নীলম ধুঙ্গানা
(ঘ) এদের কেউ নয় ।
৯। সম্প্রতি
জল সংরক্ষণ অভিযানের অধীনে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভগীরথ অ্যাপ চালু করেছেন ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) উত্তরপ্রদেশ
(গ) উত্তরাখন্ড
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি
RBI কত শতাংশ সুদের হার কমিয়েছে ?
(ক) ০.৭৫ শতাংশ
(খ) ০.২৫ শতাংশ
(গ) ০.৫০ শতাংশ
(ঘ) ০.১০ শতাংশ ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।