Daily Bengali Current Affairs 8th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই ডিসেম্বর ২০২৪
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 8th December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। কোন দেশে ঐতিহাসিক নটর-ডেম (Notre-Dame)
চার্চ প্রায় 5 বছর পর সাধারণ মানুষের জন্য আবার খুলে দেওয়া হয়েছে ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) ফ্রান্স
(ঘ) বাংলাদেশ ।
২। সম্প্রতি জুনিয়র
মহিলা এশিয়া হকি কাপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে ?
(ক) দিল্লী
(খ) জাকার্তা
(গ) মাসকট
(ঘ) এগুলোর
কোনোটিই
নয়।
৩। সম্প্রতি ভারতের
অনুর্ধ্ব-20 এবং অনূর্ধ্ব-17 মহিলা ফুটবল দলের কোচ নিযুক্ত হয়েছেন ?
(ক) এস পরমেশ
(খ) ক্যামি ব্যাডনক
(গ) জোয়াকিম আলেকজান্ডারসন
(ঘ) এদের কেউ নয় ।
৪। কোন রাজ্য সরকার সম্প্রতি “হিমভোগ” নামে ভুট্টার আটা চালু
করবে ?
(ক) আসাম
(খ) পাঞ্জাব
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) হরিয়ানা ।
৫। সম্প্রতি ডোনাল্ড
ট্রাম্প কাকে নাসার নতুন প্রধান হিসেবে নিযুক্ত করেছেন ?
(ক) জ্যারেড আইজ্যাকম্যান
(খ) দীপক আগরওয়াল
(গ) ওয়ারেন স্টিফেনস
(ঘ) কোনটিই
নয় ।
৬। সম্প্রতি কে PM e-VIDYA DTH
Channel No.: 31 চালু
করেছে ?
(ক) পীযুষ গয়াল
(খ) ধর্মেন্দ্র প্রধান
(গ) অমিত শাহ
(ঘ) কেউ নয় ।
৭। সম্প্রতি HUDCO অপুষ্টি মোকাবেলায় “গিফট মিল্ক” নামে একটি
প্রোগ্রাম শুরু করেছে কোথায় ?
(ক) পশ্চিমবঙ্গ
(খ) কেরালা
(গ) ছত্তিসগড়
(ঘ) মহারাষ্ট্র ।
৮। রাজস্থানে সম্প্রতি ‘রাজস্থান
গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট’ কোথায় আয়োজিত হবে ?
(ক) যোধপুর
(খ) বিকানের
(গ) জয়পুর
(ঘ) কোনটিই নয় ।
৯। সম্প্রতি জাতিসংঘ
কোনটিকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে ঘোষণা করেছে ?
(ক) ২০শে ডিসেম্বর
(খ) ১৪ই ডিসেম্বর
(গ) ২১ শে ডিসেম্বর
(ঘ)
কোনটিই নয় ।
১০। কোন আইআইটি
সম্প্রতি ভারতের প্রথম হাইপারলুপ টেস্ট ট্র্যাক প্রস্তুত করেছে ?
(ক) IIT Kanpur
(খ) IIT Delhi
(গ) IIT Mumbai
(ঘ) IIT Madras ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।