Latest

Saturday, December 7, 2024

Daily Bengali Current Affairs 7th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই ডিসেম্বর ২০২৪

 Daily Bengali Current Affairs 7th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই ডিসেম্বর ২০২৪


Daily Bengali Current Affairs 7th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই ডিসেম্বর ২০২৪



Daily Bengali Current Affairs 7th December 2024

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 7th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই ডিসেম্বর ২০২৪

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 7th December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোন দেশে সরকারি সফরে যাবেন ?

(ক) ভারত    

(খ) আমেরিকা     

(গ) রাশিয়া    

(ঘ) বাংলাদেশ

২। সম্প্রতি কোন দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্য 2024 সালের জন্য ISSA গুড প্র্যাকটিস অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে ?

(ক) জাপান   

(খ) চীন   

(গ) ভারত   

()  বাংলাদেশ

৩। সম্প্রতি, বিশ্বব্যাংক কোন রাজ্যের অনগ্রসর জেলাগুলির জন্য 188.28 মিলিয়ন ডলারের ঋণ অনুমোদন করেছে?

(ক) কেরালা  

(খ)গুজরাট  

(গ) মহারাষ্ট্র  

(ঘ) পাঞ্জাব

৪। সম্প্রতি বিশ্ব ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় শুরু হয়েছে?

(ক) ভারত   

(খ) আমেরিকা   

(গ) বাহরাইন   

(ঘ) জাপান

৫। সম্প্রতি কে রেমন্ড লাইফস্টাইল লিমিটেডের নির্বাহী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন ?

(ক) গৌতম হরি সিংহানিয়া   

(খ) দীপক আগরওয়াল  

(গ) জিতেন্দ্র সিং ভাটি   

(ঘ) কোনটিই নয়  

৬। সম্প্রতি “Anna Chakra and Scan Portal” কে উন্মোচন করেছেন ?

(ক) পীযুষ গয়াল     

(খ) প্রহ্লাদ জোশী     

(গ) অমিত শাহ    

(ঘ) কেউ নয় 

৭। সোনাই-রূপাই বন্যপ্রাণী অভয়ারণ্য, কোন রাজ্যে অবস্থিত ?

(ক) পশ্চিমবঙ্গ    

(খ) কেরালা    

(গ) আসাম    

(ঘ) কোনটিই নয় 

৮। সম্প্রতি কৃষ্ণবেণী সঙ্গীত নীরজনমের দ্বিতীয় সংস্করণ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

(ক) হায়দ্রাবাদ    

() মহারাষ্ট্র    

(গ) বিজয়ওয়ারা  

(ঘ) কলকাতা 

৯। সম্প্রতি সাহিত্য অকাদেমি দ্বারা আয়োজিত “পুস্তকায়ন” বইমেলার তৃতীয় সংস্করণ কোথায় শুরু হয়েছে?

(ক) মুম্বাই   

(খ) কলকাতা   

(গ) নয়াদিল্লী    

(ঘ) কোনটিই নয়

১০। সম্প্রতি কোন রাজ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে 16000 বাড়ি তৈরি করা হবে ?

(ক)  হরিয়ানা   

(খ) মুম্বাই    

(গ) মহারাষ্ট্র    

(ঘ) উত্তরাখণ্ড 




আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড

করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here