Daily Bengali Current Affairs 9th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই ডিসেম্বর ২০২৪
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 9th December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি জন মহামা কোন দেশের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী
হয়েছেন ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) ঘানা
(ঘ) বাংলাদেশ ।
২। সম্প্রতি কোথায় উর্জবীর যোজনা
চালু হয়েছে ?
(ক) জয়পুর
(খ) জাকার্তা
(গ) বিজয়ওয়াড়া
(ঘ) এগুলোর
কোনোটিই
নয়।
৩। সম্প্রতি “ভারত-নেপাল বৌদ্ধ সাংস্কৃতিক
ঐতিহ্য” বিষয়ে শিক্ষামূলক সেমিনার কোথায় আয়োজিত হয়েছিল ?
(ক) কৌশাম্বী
(খ) কাঠমান্ডু
(গ) লুম্বিনী
(ঘ) কোনটিই নয় ।
৪। সম্প্রতি, কোন রাজ্যে জল সংগ্রহের জন্য কেন্দ্রীয় সরকার
ADB-এর সাথে 50 মিলিয়ন ডলার ঋণের চুক্তি করেছে ?
(ক) আসাম
(খ) পাঞ্জাব
(গ) মেঘালয়
(ঘ) হরিয়ানা ।
৫। সম্প্রতি টানা দ্বিতীয়বার অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপ জিতেছে কোন দেশ ?
(ক) বাংলাদেশ
(খ) ভারত
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) নিউজিল্যান্ড ।
৬। সম্প্রতি রিলায়েন্স সিকিউরিটিজের
উপর SEBI দ্বারা কত লক্ষ টাকা জরিমানা করা হয়েছে ?
(ক) ৬ লক্ষ
(খ) ৯ লক্ষ
(গ) ৮ লক্ষ
(ঘ) ৭ লক্ষ ।
৭। সম্প্রতি ভারত ও কোন দেশের মধ্যে দ্বিতীয়বার 2+2 আলোচনা নতুন দিল্লিতে
আয়োজন করা হয়েছে ?
(ক) আমেরিকা
(খ) ফিনল্যান্ড
(গ) ব্রিটেন
(ঘ) ফ্রান্স ।
৮। সম্প্রতি, মুখ্যমন্ত্রী মোহন যাদব “6th Regional
Industry Conclave” -এ কোথায় ভাষণ দিয়েছেন ?
(ক) ভোপাল
(খ) বিকানের
(গ) নর্মদাপুরম
(ঘ) জবলপুর ।
৯। সম্প্রতি ঠবোধি দিবসঠ কবে পালিত
হয়েছে ?
(ক) ১৯শে ডিসেম্বর
(খ) ১৪ ই ডিসেম্বর
(গ) ৮ই ডিসেম্বর
(ঘ)
কোনটিই নয় ।
১০। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি
পদত্যাগ করেছেন ?
(ক) ভূটান
(খ) আমেরিকা
(গ) দক্ষিণ কোরিয়া
(ঘ) সিরিয়া ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।