Daily Bengali Current Affairs 19th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৯শে ডিসেম্বর ২০২৪
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 19th December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি তুলসী গৌড়া মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) কবি
(খ) লেখক
(গ) পরিবেশবাদী
(ঘ) সাংবাদিক ।
২। সম্প্রতি কোন দেশ ক্যান্সারের টিকা তৈরির ঘোষণা করেছে ?
(ক) ভারত
(খ) আমেরিকা
(গ) রাশিয়া
(ঘ) ফ্রান্স ।
৩। কোন সংস্থা সম্প্রতি Q.S বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে ভারতে দ্বিতীয় স্থানে রয়েছে ?
(ক) IIT Kanpur
(খ) IIT Delhi
(গ) IIT Kharagpur
(ঘ) এগুলোর কোনোটিই নয় ।
৪। সম্প্রতি কে বুলগেরিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন ?
(ক) আনন্দ নীলকন্ঠন
(খ) সঞ্জয় মূর্তি
(গ) অরুণ কুমার সাহু
(ঘ) মায়াঙ্ক
জোশী ।
৫। সম্প্রতি, কোন দেশের ‘ভিনিসিয়াস জুনিয়র’ ফিফা সেরা পুরুষ পুরস্কার 2024 জিতেছে ?
(ক) ব্রাজিল
(খ) জাপান
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) নিউজিল্যান্ড ।
৬। সম্প্রতি ভারত এবং কোন দেশের মধ্যে যৌথ নৌ মহড়া SLINEX শুরু হয়েছে ?
(ক) আমেরিকা
(খ) শ্রীলঙ্কা
(গ) জাপান
(ঘ) চীন ।
৭। সম্প্রতি কেমব্রিজ অভিধানের “ওয়ার্ড অফ দ্য ইয়ার” ঘোষণা করা হয়েছে কোন শব্দটি কে ?
(ক) Brain rot
(খ) Bat
(গ) Manifest
(ঘ) কোনটিই
নয় ।
৮। সম্প্রতি, ১লা জানুয়ারি থেকে ভারতের কোন শহরে ভিক্ষুকদের ভিক্ষা দেওয়া অপরাধ হিসাবে গণ্য হবে ?
(ক) মুম্বাই
(খ) নয়াদিল্লী
(গ) ইন্দোর
(ঘ) জয়পুর ।
৯। সম্প্রতি “আন্তর্জাতিক অভিবাসী দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ১৯ই ডিসেম্বর
(খ) ১৭ ই ডিসেম্বর
(গ) ১৮ই ডিসেম্বর
(ঘ) কোনটিই নয় ।
১০। সম্প্রতি ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনকর ভারতের প্রথম “জিওলজি মিউজিয়াম” কোথায় উদ্বোধন করেছেন?
(ক) ভোপাল
(খ) কলকাতা
(গ) জয়পুর
(ঘ) বিশাখাপত্তনম ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড
করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here ।