Latest

Monday, December 16, 2024

Daily Bengali Current Affairs 16th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই ডিসেম্বর ২০২৪

 Daily Bengali Current Affairs 16th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই ডিসেম্বর ২০২৪

Daily Bengali Current Affairs 16th December 2024


Daily Bengali Current Affairs 16th December 2024

নমস্কার বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 16th December 2024 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই ডিসেম্বর ২০২৪

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
Daily Bengali Current Affairs 16th December 2024
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর নয়াদিল্লিতে কোন দেশের দূতাবাস উদ্বোধন করেছেন ?

(ক) ক্যালিফোর্নিয়া    

(খ) ফ্লোরিডা     

(গ) মলডোভা    

(ঘ) সার্বিয়া


২। জাকির হোসেন সম্প্রতি মারা গেছেন তিনি কে ছিলেন?

(ক) গায়ক   

(খ) সাংবাদিক   

(গ) তবলা বাদক   

()  সঙ্গীত শিল্পী


৩। সম্প্রতি কোন রাজ্যের রাজ্যপাল “যুব শুদ্ধি অভিযান” শুরু করেছেন ?

(ক) বিহার  

(খ) পাঞ্জাব  

(গ) কর্ণাটক  (ঘ) হরিয়ানা


৪।  সম্প্রতি RBI জামানত ছাড়া কৃষি ঋণের সীমা 160000 টাকা থেকে কত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ?

(ক) ১৭০০০০   

(খ) ১৮০০০০   

(গ) ২০,০০০০   

(ঘ) ১৯০০০০


৫। সম্প্রতি কোন দেশ মহিলা জুনিয়র এশিয়া হকি কাপ 2024 এর শিরোপা জিতেছে ?

(ক) ভারত   

(খ) জাপান  

(গ) অস্ট্রেলিয়া  

(ঘ) নিউজিল্যান্ড  


৬। সম্প্রতি ফিট ইন্ডিয়া সাইক্লিং মঙ্গলবার (Fit India Cycling Tuesdays) কে চালু করবেন ?

(ক) অশোক চন্দ্র     

(খ) মনসুখ মান্ডাভিয়া     

(গ) অরবিন্দ সাহনি    

(ঘ) পীযূষ গয়াল 


৭। সম্প্রতি, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী 38তম জাতীয় গেমসের লোগো, গান এবং মাসকট উদ্বোধন করেছেন ?

(ক) আসাম     

(খ) পশ্চিমবঙ্গ    

(গ) উত্তরাখণ্ড    

(ঘ) ঝাড়খণ্ড 


৮। সম্প্রতি “Green Steel Classification for India কে উন্মোচন করেছেন ?

(ক) রাজনাথ সিং    

() অমিত শাহ    

(গ) এইচ ডি কুমারস্বামী  

(ঘ) এদের কেউ নয় 


৯। সম্প্রতি ভারতীয় পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যাকাউন্টস এবং ফিনান্স সার্ভিস” কবে তার 50 তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে ?

(ক) ১০ই ডিসেম্বর   

(খ) ১৫ ই ডিসেম্বর   

(গ) ১৪ই ডিসেম্বর    

(ঘ) কোনটিই নয়


১০। সম্প্রতি কে “আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন”-এর অনারারি ফেলো নির্বাচিত হয়েছেন?

(ক)  পুনিত গোয়েঙ্কা   

(খ) সঞ্জয় মূর্তি    

(গ) গৌতম গম্ভীর    

(ঘ) ডাঃ মোহন 


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড

করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here