Daily Bengali Current Affairs 29th April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি “কলেকটিভ স্পিরিট, কংক্রিট অ্যাকশন” নামে একটি বই লিখেছেন কে ?
(ক) আশিস কুন্দ্রা
(খ) প্রবীর মিত্তল
(গ) শশী শেখর
(ঘ) করণ পুরী ।
২। সম্প্রতি কোন কোম্পানির চেয়ারম্যান রিচার্ড শার্প পদত্যাগ করেছেন
?
(ক) ANS
(খ) CNN
(গ) BBC
(ঘ) CNBC ।
৩। সম্প্রতি “কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যের জন্য বিশ্ব দিবস” কবে পালিত হয় ?
(ক) ২৬ এপ্রিল
(খ) ২৭ এপ্রিল
(গ) ২৮ এপ্রিল
(ঘ) ২৯ এপ্রিল ।
৪। হেরিটেজ ফেস্টিভ্যাল 2023
সম্প্রতি কোথায় শুরু হয়েছে ?
(ক) পুনে
(খ) জয়পুর
(গ) গোয়া
(ঘ) বেঙ্গালুরু ।
৫। সম্প্রতি স্পাইসজেটের চিফ অপারেটিং অফিসার হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) অরুণ কাহ্যপ
(খ) পঙ্কজ সিং
(গ) হরি হর মিশ্র
(ঘ) অমিত মিশ্র ।
৬। কোন IIT সম্প্রতি সাইবার নিরাপত্তা দক্ষতা প্রোগ্রাম চালু করেছে ?
(ক) IIT Mumbai
(খ) IIT Delhi
(গ) IIT Madras
(ঘ) IIT Kanpur ।
৭। সম্প্রতি “ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস 2023’’- এ সেরা অভিনেত্রী হিসেবে
কে সম্মানিত হয়েছেন ?
(ক) শ্রদ্ধা কাপুর
(খ) কীর্তি সানন
(গ) আলিয়া ভাট
(ঘ) দীপিকা পাড়ুকোন ।
৮। কোন রাজ্য সরকার সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা চালু
করেছে ?
(ক) কেরালা
(খ) কর্ণাটক
(গ) ঝাড়খণ্ড
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৯। সম্প্রতি IFFCO দ্বারা নির্মিত বিশ্বের প্রথম “ন্যানো ডি এপি”
কে চালু করেছেন ?
(ক) পীযূষ গয়াল
(খ) নরেন্দ্র মোদি
(গ) অমিত শাহ
(ঘ) নরেন্দ্র সঙ্ঘ তোমার ।
১০। সম্প্রতি 2022 সালে ADB অর্থায়িত প্রোগ্রামের সবচেয়ে বড় প্রাপক হয়ে
উঠেছে কোন দেশ ?
(ক) শ্রীলংকা
(খ) ভারত
(গ) ইউক্রেন
(ঘ) পাকিস্তান ।
১১।
কৌর সিং সম্প্রতি মারা গেছেন, তিনি বিখাত বক্সার ছিলেন ।
১২। সম্প্রতি বাব্বর আজম আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয়
দ্রুততম এশিয়ান ব্যাটসম্যান হিসেবে 12000 রান করেছেন
।
১৩। সম্প্রতি “SCO Summit” আয়োজন করবে নতুন দিল্লি ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
d
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৮শে এপ্রিল ২০২৩ দেখুন ।