Daily Bengali Current Affairs 1st May 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কে প্রথম ভারতীয় হিসেবে মর্যাদাপূর্ণ গোল্ডেন
গ্লোব রেস সম্পূর্ণ করেছেন ?
(ক) প্রবীর মিত্তল
(খ) খুশবন্ত সিং
(গ) অভিলাষ টমি
(ঘ) প্রকাশ সেন ।
২। জাতীয় মেডিকেল ডিভাইস নীতির অধীনে সম্প্রতি কতটি মেডিকেল
ডিভাইস পার্ক স্থাপন করা হবে ?
(ক) 02
(খ) 01
(গ) 04
(ঘ) 03 ।
৩। সম্প্রতি “আয়ুষ্মান ভারত দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ২৮ এপ্রিল
(খ) ২৭ এপ্রিল
(গ) ৩০ এপ্রিল
(ঘ) ২৯ এপ্রিল ।
৪। সম্প্রতি কোন রাজ্য পরিচ্ছন্নতার জন্য “HUDCO পুরস্কার” পেয়েছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) জয়পুর
(গ) উত্তর প্রদেশ
(ঘ) পুনে ।
৫। সম্প্রতি কে ‘IAA’- এর
মেরিটোরিয়াস সার্ভিস অ্যাওয়ার্ড 2023 পেয়েছেন ?
(ক)নবাব মোহাম্মদ আব্দুল আলী
(খ) পঙ্কজ সিংশশী শেখর ভেম্পতি
(গ) করণ পুরী
(ঘ) রাজ সুব্রামানিয়াম ।
৬। সম্প্রতি FM সংযোগ বাড়াতে প্রধানমন্ত্রী মোদী কতগুলি FM ট্রান্সমিটার উদ্বোধন করেছেন ?
(ক) 44
(খ) 66
(গ) 75
(ঘ) 91 ।
৭। কারিগর এবং
তাঁতিদের স্বাবলম্বী করতে সম্প্রতি কে একটি তাঁত হস্তশিল্প পোর্টাল চালু করেছে ?
(ক) ডাঃ এস জয়শঙ্কর
(খ) রাজনাথ সিং
(গ) পীযূষ গয়াল
(ঘ) স্মৃতি ইরানি ।
৮। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় ঠনমো মেডিকেল এডুকেশন
অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটঠ উদ্বোধন করেছেন ?
(ক) জয়পুর
(খ) ভোপাল
(গ) সিলভাসা
(ঘ) পুনে ।
৯। কোন দেশের সাথে ভারত সম্প্রতি মানসম্পন্ন অবকাঠামো নিয়ে
একটি নতুন কাজের পরিকল্পনা স্বাক্ষর করেছে ?
(ক) যুক্তরাজ্য
(খ) ইউক্রেন
(গ) জার্মানি
(ঘ) ইতালি ।
১০। কোন IIT সম্প্রতি সাইবার সিকিউরিটি স্কিল প্রোগ্রাম চালু করেছে ?
(ক) IIT Madras
(খ) IIT Mumbai
(গ) IIT Delhi
(ঘ) IIT Kanpur ।
১১।
সম্প্রতি RBI
, N Kamakodi কে সিটি ইউনিয়ন
ব্যাঙ্কের MD এবং CEO নিযুক্ত করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৩১শে এপ্রিল ২০২৩ দেখুন ।