Daily Bengali Current Affairs 28th April 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কে সাইক্লিং ফেডারেশনের নতুন সভাপতি নির্বাচিত
হয়েছেন ?
(ক) প্রবীর মিত্তল
(খ) সন্দীপ সিং
(গ) পঙ্কজ সিং
(ঘ) অনুরাগ ঠাকুর ।
২। সম্প্রতি “স্টেট অফ গ্লোবাল ক্লাইমেট” শীর্ষক প্রতিবেদন প্রকাশ করেছে কোন সংস্থা ?
(ক) WTO
(খ) WSO
(গ) WMO
(ঘ) WHO ।
৩। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে দিওয়ালিকে
সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে ?
(ক) ফ্লোরিডা
(খ) টেক্সাস
(গ) পেনসিলভেনিয়া
(ঘ) নিউইয়র্ক ।
৪। সম্প্রতি কোন কোম্পানি নবরত্ন কেন্দ্রীয় পাবলিক সেক্টর
এন্টারপ্রাইজের মর্যাদা পেয়েছে ?
(ক) NDMC Limited
(খ) GAIL Limited
(গ) Rail Vikas Nigam Limited
(ঘ) NTPC Limited ।
৫। সম্প্রতি কে 64 বছর পর স্বতন্ত্রভাবে র্যামন ম্যাগসেসে
পুরস্কার পেয়েছেন ?
(ক) দালাই লামা
(খ) ভলোদিমির জেলেনস্কি
(গ) ডোনাল্ড ট্রাম্প
(ঘ) অং সান সু চি ।
৬। সম্প্রতি কে 'মহিলা সম্মান বচত পত্র যোজনা' শুরু করেছেন ?
(ক) নরেন্দ্র মোদি
(খ) পীযূষ গয়াল
(গ) রাজনাথ সিং
(ঘ) স্মৃতি ইরানি ।
৭। সম্প্রতি কোন
দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের প্রথম গর্ভপাত পিল অনুমোদন করেছে ?
(ক) যুক্তরাজ্য
(খ) আমেরিকা
(গ) জাপান
(ঘ) ভারত ।
৮। কোন রাজ্য সরকার সম্প্রতি তিনটি নতুন সংরক্ষণ অভয়ারণ্য
ঘোষণা করেছে ?
(ক) কেরালা
(খ) কর্ণাটক
(গ) রাজস্থান
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৯। সম্প্রতি “Smoke and Ashes” বইটি কে লিখেছেন ?
(ক) আশিস কুন্দ্রা
(খ) বি কে ত্যাগী
(গ) অমিতাভ ঘোষ
(ঘ) করণ পুরী ।
১০। সম্প্রতি, ভারত কোন দেশের সাথে “নেট জিরো” ইনোভেশন ভার্চুয়াল সেন্টার স্থাপনের ঘোষণা দিয়েছে ?
(ক) শ্রীলংকা
(খ) ভারত
(গ) ইউক্রেন
(ঘ) যুক্তরাজ্য ।
১১।
সম্প্রতি অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির CEO হয়েছেন হরি হর মিশ্র।
১২। সম্প্রতি সুইডেন দেশের “রিসার্চ রকেট” ভুলবশত নরওয়েতে অবতরণ করেছে ।
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২৭শে এপ্রিল ২০২৩ দেখুন ।