Daily Bengali Current Affairs 19th January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি কে হাইড্রোজেন চালিত ট্রাক তৈরির ঘোষণা দিয়েছেন ?
(ক) Mahindra
(খ) Tata
(গ) Adani
(ঘ) Reliance ।
২। সম্প্রতি কোন রাজ্য ভারতে সবচেয়ে বেশি খেলা “অনলাইন গেম” হয়ে উঠেছে ?
(ক) কেরালা
(খ) কর্ণাটক
(গ) উত্তর প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। সম্প্রতি কোথায় ভারতের প্রথম স্কুল অফ লজিস্টিকস, ওয়াটারওয়েজ অ্যান্ড কমিউনিকেশন চালু হয়েছে ?
(ক) ওড়িশা
(খ) হরিয়ানা
(গ) ত্রিপুরা
(ঘ) মহারাষ্ট্র ।
৪। সম্প্রতি মালয়েশিয়া ওপেন 2023-এ পুরুষদের একক শিরোপা কে
জিতেছে ?
(ক) কোদাই নরোকা
(খ) আন্দ্রেয়া মার্টিনেজ
(গ) ভিক্টর অ্যাক্সেলসন
(ঘ) উপরের কেউই না ।
৫। সম্প্রতি উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হয়েছেন ?
(ক) পঙ্কজ কুমার সিং
(খ) কে ভেনু
(গ) বি কে ত্যাগী
(ঘ) নিতিন পরাঞ্জপে ।
৬। সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট নগুয়েন জুয়ান ফুক পদত্যাগ
করেছেন ?
(ক) ইরান
(খ) ইথিওপিয়া
(গ) ভারত
(ঘ) ভিয়েতনাম ।
৭। সম্প্রতি
অজন্তা ইলোরা চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের জন্য “গোল্ডেন কৈলাশ” পুরস্কার কে
পেয়েছেন ?
(ক) The Kashmir Files
(খ) RRR
(গ) Nanera
(ঘ) কোনটিই নয় ।
৮। সম্প্রতি “এ.ডি. দামোদরন” প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন ?
(ক) সাংবাদিক
(খ) গায়ক
(গ) বিজ্ঞানী
(ঘ) কবি ।
৯। সম্প্রতি IMD কবে পর্যন্ত ডপলার ওয়েদার রাডার দিয়ে দেশকে কভার করার
ঘোষণা দিয়েছে ?
(ক) 2028
(খ) 2030
(গ) 2025
(ঘ) 2023 ।
১০। সম্প্রতি কোন পেমেন্ট ব্যাঙ্ক ভারত বিল পেমেন্ট অপারেটিং
ইউনিট হিসাবে কাজ করার অনুমোদন পেয়েছে ?
(ক) Fino Payment Bank
(খ) Airtel Payment Bank
(গ) ICICI Bank
(ঘ) Paytm Payment Bank ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৮ই জানুয়ারি ২০২৩ দেখুন ।