Daily Bengali Current Affairs 18th January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি 'বিজনেস 20' ইন্ডিয়া ইনসেপশন মিটিং কোথায় অনুষ্ঠিত হবে ?
(ক) নতুন দিল্লি
(খ) জয়পুর
(গ) গান্ধীনগর
(ঘ) হরিয়ানা ।
২। সম্প্রতি কোন রাজ্য সরকার সমস্ত অফলাইন পরিষেবা বন্ধ করে
সম্পূর্ণ ডিজিটাল হয়েছে ?
(ক) কেরালা
(খ) কর্ণাটক
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৩। সম্প্রতি “মাঘী মেলা উৎসব” কোথায় আয়োজিত হচ্ছে ?
(ক) ওড়িশা
(খ) হরিয়ানা
(গ) পাঞ্জাব
(ঘ) মহারাষ্ট্র ।
৪। সম্প্রতি “মিস ইউনিভার্স 2022”-এর বিজয়ী হিসেবে কাকে নির্বাচিত করা হয়েছে ?
(ক) আমান্ডা দুদামেল
(খ) আন্দ্রেয়া মার্টিনেজ
(গ) রিবনি গ্যাব্রিয়েল
(ঘ) উপরের কেউই না ।
৫। সম্প্রতি আর্মেনিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে
কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) নীলাক্ষী সাহা সিনহা
(খ) জেরেমি ফারার
(গ) বি কে ত্যাগী
(ঘ) নিতিন পরাঞ্জপে ।
৬। সম্প্রতি কোন দেশ তার 75 তম স্বাধীনতা দিবসে জওহরলাল নেহরুর
প্রতিকৃতি সহ একটি পোস্টাল স্ট্যাম্প জারি করবে ?
(ক) বাংলাদেশ
(খ) নেপাল
(গ) ভারত
(ঘ) শ্রীলংকা ।
৭। সম্প্রতি 14তম
বার স্প্যানিশ সুপার কাপ জিতেছেন কে ?
(ক) স্পেন
(খ) রিয়াল মাদ্রিদ
(গ) বার্সেলোনা
(ঘ) ফ্রান্স ।
৮। Gina
Lollobrigida সম্প্রতি মারা গেছেন, তিনি কে
ছিলেন ?
(ক) সাংবাদিক
(খ) গায়ক
(গ) লেখক
(ঘ) কবি ।
৯। সম্প্রতি কোন ব্যাংক গুদামজাতকরণ ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের
সাথে MoU স্বাক্ষর করেছে ?
(ক) PNB
(খ) ICICI
(গ) SBI
(ঘ) BOB ।
১০। সম্প্রতি মুক্তি পাওয়া ধনী অভিনেতাদের তালিকায় কে শীর্ষে
আছেন ?
(ক) শাহরুখ খান
(খ) টম ক্রুজ
(গ) সালমান খান
(ঘ) জেরি সিনফেল্ড ।
১১। সম্প্রতি
কোন রাজ্যের কেরালা ভারতের প্রথম সাংবিধানিক সাক্ষর জেলা হয়ে উঠেছে ।
১২। সম্প্রতি
ভারত এবং ফ্রান্স দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ‘বরুণ’ শুরু
হয়েছে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই জানুয়ারি ২০২৩ দেখুন ।