Latest

Sunday, January 8, 2023

Daily Bengali Current Affairs 8th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জানুয়ারি ২০২৩

 Daily Bengali Current Affairs 8th January 2023


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 8th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই জানুয়ারি ২০২৩ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন রাজ্য জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের অধীনে কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে চাল প্রকল্পে যোগদান করেছে ?

(ক) হরিয়ানা    

(খ) রাজস্থান     

(গ) তেলেঙ্গানা    

(ঘ) পশ্চিমবঙ্গ  

২। সম্প্রতি কে প্রথমবারের মতো ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেস আয়োজন করছে ?

(ক) কলকাতা     

(খ) জয়পুর    

(গ) হায়দ্রাবাদ    

() আহমেদাবাদ

৩। সম্প্রতি “এশিয়ান প্যাসিফিক পোস্টাল ইউনিয়ন”-এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে ?

(ক) পঙ্কজ মোহন 

(খ) অজিত সাক্সেনা   

(গ) ডঃ বিনয় প্রকাশ সিং   

(ঘ) অঞ্জনী কুমার  

৪। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী প্রাক্তন সেনাদের চিকিৎসার জন্য কোন রাজ্য সরকারের সাথে চুক্তি করেছে ?

(ক) পশ্চিমবঙ্গ   

(খ) গুজরাট   

(গ) আসাম   

(ঘ) মিজোরাম

৫। সম্প্রতি কোন দেশ “Bois of the Global South Summit” আয়োজন করবে ?

(ক) ভারত

(খ) অস্ট্রেলিয়া    

(গ) আমেরিকা     

(ঘ) জাপান  

৬। সম্প্রতি সরকার ভাষা ও কর্মসংস্থান রক্ষায় একটি কমিটি গঠন করেছে ?

(ক) মিজোরাম   

(খ) মণিপুর   

(গ) আসাম   

(ঘ) লাদাখ

৭। সম্প্রতি কে তার নতুন বই “আম্বেদকর: এ লাইফ” প্রকাশ করেছে ?

(ক) গৌতম বোরা   

(খ) মাধব রাও    

(গ) শশী থারুর    

(ঘ) অঞ্জনী কুমার 

৮। সম্প্রতি মহিলাদের কর্মসংস্থান প্রদানের ক্ষেত্রে কোন শহর শীর্ষে রয়েছে ?

(ক) বেঙ্গালুরু    

() পুনে   

(গ) চেন্নাই    

(ঘ) আহমেদাবাদ

৯। কোন রাজ্য সরকার সম্প্রতি জাত সমীক্ষা শুরু করেছে ?

(ক) হরিয়ানা  

(খ) মহারাষ্ট্র   

(গ) বিহার   

(ঘ) উত্তর প্রদেশ

১০। সম্প্রতি ভারতের 79তম “গ্র্যান্ডমাস্টার” কে হয়েছেন ?

(ক) আদিত্য মিত্তল   

(খ) মাধব রাও    

(গ) কৌস্তভ চ্যাটার্জি   

(ঘ) প্রাণেশ এম

 

১১ সম্প্রতি ইতালি দেশের ফুটবল খেলোয়াড় জিয়ানলুকা ভিয়ালি মারা গেছেন

১২ সম্প্রতি জম্মু কাশ্মীর রাজ্যে “বেইলি সাসপেনশন ব্রিজ” উদ্বোধন করা হয়েছে

১৩। সম্প্রতি “উত্তরপূর্ব কৃষি কুম্ভ 2023” উদ্বোধন করেছেন নরেন্দ্র সিং তোমর


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৭ই জানুয়ারি ২০২৩ দেখুন ।