Latest

Tuesday, January 17, 2023

Daily Bengali Current Affairs 17th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই জানুয়ারি ২০২৩

 Daily Bengali Current Affairs 17th January 2023


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 17th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৭ই জানুয়ারি ২০২৩

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোথায় 75তমসেনা দিবস উদযাপনআয়োজন করা হয়েছে ?

(ক) নতুন দিল্লি    

(খ) জয়পুর     

(গ) বেঙ্গালুরু    

(ঘ) পুনে  

২। সম্প্রতি কোথায় জাল্লিকাট্টু 2023 উদযাপন শুরু হয়েছে ?

(ক) কর্ণাটক     

(খ) রাজস্থান    

(গ) তামিলনাড়ু   

() মধ্য প্রদেশ

৩। সম্প্রতি 'জাতীয় স্টার্টআপ দিবস' কবে পালিত হয়েছে ?

(ক) 15 জানুয়ারী   

(খ) 14 জানুয়ারী   

(গ) 16 জানুয়ারী   

(ঘ) 17 জানুয়ারী  

৪। কোন দেশের মিশেল স্যান্টেলিয়া সম্প্রতি আয়না টাইপিং বই তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড তৈরি করেছেন ?

(ক) আমেরিকা   

(খ) জাপান   

(গ) ইতালি  

(ঘ) ফ্রান্স

৫। G20-এর অধীনে সম্প্রতিথিঙ্ক 20” সভা কোথায় শুরু হয়েছে ?

(ক) ভোপাল   

(খ) গাজিয়াবাদ   

(গ) ফরিদাবাদ  

(ঘ) জয়পুর  

৬। সম্প্রতি কোথায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম 2023 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ?

(ক) জাপান   

(খ) সিঙ্গাপুর  

(গ) ভারত   

(ঘ) সুইজারল্যান্ড

৭। সাম্প্রতিক অক্সফাম রিপোর্ট অনুসারে, ভারতের 01% ধনীর কাছে দেশের সম্পদের কত শতাংশ আছে?

(ক) 50%  

(খ) 70%    

(গ) 40%   

(ঘ) 60% 

৮। সম্প্রতি ভারতের আবহাওয়া দফতরের 148তম প্রতিষ্ঠা দিবস কবে পালিত হয়েছে ?

(ক) 16 জানুয়ারী    

() 13 জানুয়ারী    

(গ) 15 জানুয়ারী    

(ঘ) 14 জানুয়ারী

৯। সম্প্রতি OECD দ্বারা প্রধান অর্থনীতিবিদ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) Jeremy Farar  

(খ) Sanyam Mehra   

(গ) Claire Lombardi   

(ঘ) Nitin Paranjpe

১০। কে সম্প্রতি চিকিৎসা সরবরাহের জন্যআরোগ্য মৈত্রীঘোষণা করেছে ?

(ক) অমিত শাহ    

(খ) রাজনাথ সিং    

(গ) পীযূষ গয়াল   

(ঘ) নরেন্দ্র মোদি


১১ মেঘালয় রাজ্য সম্প্রতি কমন স্কুল বাস সিস্টেম এবং এগ্রিকালচার রেসপন্স ভেহিকেল স্কিম চালু করেছে

১২ সম্প্রতি যুক্তরাজ্য দেশ জাপানের সাথে একটি পারস্পরিক অ্যাক্সেস চুক্তি স্বাক্ষরকারী প্রথম ইউরোপীয় দেশ হয়ে উঠেছে


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই জানুয়ারি ২০২৩ দেখুন ।