Latest

Monday, January 16, 2023

Daily Bengali Current Affairs 16th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই জানুয়ারি ২০২৩

 Daily Bengali Current Affairs 16th January 2023


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 16th January 2023 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৬ই জানুয়ারি ২০২৩ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। কোন কোম্পানি সম্প্রতি সারা দেশে 25000 ইভি চার্জিং পয়েন্ট স্থাপনের পরিকল্পনা করেছে ?

(ক) Reliance Power    

(খ) BSES     

(গ) Tata Power    

(ঘ) Adani Power  

২। সম্প্রতি পুরাতন পেনশন স্কিম পুনরুদ্ধার করা চতুর্থ রাজ্যে পরিণত হয়েছে কোনটি ?

(ক) কর্ণাটক     

(খ) রাজস্থান    

(গ) হিমাচল প্রদেশ  

() মধ্য প্রদেশ

৩। সম্প্রতিভারতীয় সেনা দিবসকবে পালিত হয়েছে ?

(ক) 16 জানুয়ারী   

(খ) 14 জানুয়ারী   

(গ) 15 জানুয়ারী   

(ঘ) 13 জানুয়ারী  

৪। কার বিজ্ঞানীরা সম্প্রতি ফুসফুসের ক্যান্সারের পূর্বাভাস দেওয়ার জন্য একটি AI টুল তৈরি করেছেন ?

(ক) IIT Delhi   

(খ) Oxford University   

(গ) MIT  

(ঘ) IIT Roorkee

৫। সম্প্রতি কোথায় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শৌর্য স্থলের উদ্বোধন করেছেন ?

(ক) চিডবাগ   

(খ) পালওয়াল   

(গ) ফরিদাবাদ  

(ঘ) জয়পুর  

৬। সম্প্রতি কোন দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে Soyuz MS-23 মহাকাশযান পাঠাবে ?

(ক) জাপান   

(খ) আমেরিকা  

(গ) ভারত   

(ঘ) রাশিয়া

৭। সম্প্রতি 2022 সালে কোন দেশের সাথে ভারতের বাণিজ্য প্রথমবারের মতো $100 বিলিয়ন অতিক্রম করেছে ?

(ক) সিঙ্গাপুর  

(খ) আমেরিকা    

(গ) চীন   

(ঘ) জাপান 

৮। সম্প্রতিজেফ ব্যাকমারা গেছেন, তিনি কে ছিলেন ?

(ক) সাংবাদিক    

() গায়ক    

(গ) গিটারিস্ট    

(ঘ) সাংবাদিক

৯। সম্প্রতি কে সম্মানজনকগোল্ডেন পিকক সিএসআর অ্যাওয়ার্ডজিতেছেন ?

(ক) JSW Steel  

(খ) Reliance   

(গ) Jindal Steel   

(ঘ) TATA Steel

১০। সম্প্রতি স্টার্টআপ মেন্টরশিপের জন্য কে “MAARG” পোর্টাল চালু করেছে ?

(ক) অমিত শাহ    

(খ) রাজনাথ সিং    

(গ) নরেন্দ্র মোদি   

(ঘ) পীযূষ গয়াল


১১ সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস রাজ্যে সিনেটর হিসেবে শপথ নিয়েছেন উষা রেড্ডি

১২ সম্প্রতি শ্রীলংকা দেশ 2030 সালের মধ্যে সেনাবাহিনীকে অর্ধেক কমানোর পরিকল্পনা করেছে


আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here

বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই জানুয়ারি ২০২৩ দেখুন ।