Daily Bengali Current Affairs 15th January 2023
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি “গ্লোবাল ভালনারেবিলিটি রিপোর্ট”- এর 18তম সংস্করণ কে প্রকাশ করেছে ?
(ক) WHO
(খ) WTO
(গ) WEF
(ঘ) WFO ।
২। সম্প্রতি অনলাইন গেমিং-এ ভারতের প্রথম সেন্টার অফ
এক্সিলেন্স কোথায় স্থাপন করা হবে ?
(ক) ভোপাল
(খ) ফরিদাবাদ
(গ) শিলং
(ঘ) মধ্য প্রদেশ ।
৩। সম্প্রতি “৭ম সশস্ত্র বাহিনী ভেটেরান্স দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 15 জানুয়ারী
(খ) 12 জানুয়ারী
(গ) 14 জানুয়ারী
(ঘ) 13
জানুয়ারী ।
৪। সম্প্রতি 23তম জাতীয় স্কি চ্যাম্পিয়নশিপে “ফালাক মমতাজ” কোন পদক জিতেছে ?
(ক) সিলভার
(খ) ব্রোঞ্জ
(গ) সোনা
(ঘ) উপরের কেউই না ।
৫। সম্প্রতি কেন্দ্রীয় শ্রমমন্ত্রী কোথায় ইপিএফও-র আঞ্চলিক
অফিসের উদ্বোধন করেছেন ?
(ক) আলওয়ার
(খ) পালওয়াল
(গ) ফরিদাবাদ
(ঘ) জয়পুর ।
৬। সম্প্রতি, একটি বাল্ক চুক্তিতে, আলিবাবা গ্রুপ পেটিএম-এর কত শতাংশ শেয়ার বিক্রি করেছে ?
(ক) 4.6%
(খ) 5.7%
(গ) 6.7%
(ঘ) 3.1% ।
৭। সম্প্রতি
জাতিসংঘের COP 28 জলবায়ু
আলোচনার নেতৃত্ব দেওয়ার জন্য কাকে নির্বাচিত করা হয়েছে ?
(ক) শিব চৌহান
(খ) পঙ্কজ মোহন
(গ) সুলতান আল জাবের
(ঘ) অঞ্জনী কুমার ।
৮। সম্প্রতি কোন দেশ সমুদ্রপৃষ্ঠের 6000 মিটার নীচে তিনজনকে
পাঠাবে ?
(ক) আমেরিকা
(খ) জাপান
(গ) ভারত
(ঘ) নিউইয়র্ক ।
৯। সম্প্রতি ‘মেরি প্রিসলি’ মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) সাংবাদিক
(খ) শিল্পী
(গ) গায়ক
(ঘ) লেখক ।
১০। সম্প্রতি ঠব্রেকিং এ ভাইরাল স্টর্ম: ইন্ডিয়া'স কোভিড-১৯ ভ্যাকসিন স্টোরিঠ শীর্ষক বইটি কে প্রকাশ করেছেন ?
(ক) পীযূষ গয়াল
(খ) রাজনাথ সিং
(গ) নরেন্দ্র মোদি
(ঘ) মনসুখ মান্ডাভিয়া ।
১১। সম্প্রতি
BRO-তে প্রথম মহিলা অফিসার পদায়ন করেছেন তার নাম সুরভী জখমোলা ।
১২। সম্প্রতি
বিদিশা জেলাটি ভারতের প্রথম জেলা হয়ে উঠেছে যেখানে মাটিতে উদ্ভাবনী 5G ব্যবহারের
ক্ষেত্রে পরীক্ষা করা হয়েছে ।
আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই জানুয়ারি ২০২৩ দেখুন ।