Latest

Sunday, October 9, 2022

Daily Bengali Current Affairs 9th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই অক্টোবর ২০২২

 Daily Bengali Current Affairs 9th October 2022


প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 9th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৯ই অক্টোবর ২০২২

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –

১। সম্প্রতি কোন রাজ্যের দিখো নদীতে নতুন প্রজাতির মাছের সন্ধান পাওয়া গেছে ?

(ক) মধ্য প্রদেশ    

(খ) গুজরাট    

(গ) নাগাল্যান্ড    

(ঘ) পশ্চিমবঙ্গ  

২। সম্প্রতি “বিশ্ব পরিযায়ী পাখি দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) 10 অক্টোবর     

(খ) 9 অক্টোবর     

(গ) 8 অক্টোবর     

(ঘ) 7 অক্টোবর 

৩। কোন রাজ্য সরকার সম্প্রতি দুবাইয়ের সাথে এমওইউ স্বাক্ষর করেছে ?

(ক) মিজোরাম     

(খ) মণিপুর    

(গ) হরিয়ানা   

(ঘ)  মধ্য প্রদেশ  

৪। কোন রাজ্য সম্প্রতি বায়ু দূষণ নিয়ন্ত্রণের জন্য ধুলা-বিরোধী অভিযান শুরু করেছে ?

(ক) হরিয়ানা   

(খ) মহারাষ্ট্র    

(গ) দিল্লী    

(ঘ) হিমাচল প্রদেশ   

৫। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বাল্যবিবাহের দিক থেকে কোন রাজ্য সবচেয়ে খারাপ ?

(ক) ঝাড়খণ্ড   

(খ) পশ্চিমবঙ্গ    

(গ) বিহার    

(ঘ) ওড়িশা  

৬। সম্প্রতি ভারত এবং কোন দেশ নতুন শক্তি টাস্কফোর্স ঘোষণা করেছে ?

(ক) ইজরায়েল    

(খ) ফ্রান্স    

(গ) রাশিয়া    

(ঘ)  আমেরিকা

৭। সম্প্রতি কে AMFI এর সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন ?

(ক) সঞ্জীব কিশোর    

(খ) অজয় শ্রীবাস্তব    

(গ) এ. বালাসুব্রামানিয়াম    

(ঘ) দীনেশ কুমার 

৮। সম্প্রতি কে সমাজসেবার জন্য সেবারত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(ক) Mukesh Ambani    

() Azim Premji   

(গ) Ratan Tata   

(ঘ) Sonu Sood

৯। সম্প্রতি দিল্লি সরকারের স্বরাষ্ট্র সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ?

(ক) দীনেশ কুমার    

(খ) এম আর ভেরেলা   

(গ) অশ্বনী কুমার   

(ঘ) ডঃ বিবেক মূর্তি  

১০। সম্প্রতি দেশের প্রথম বহু-শিল্প সাংস্কৃতিক কেন্দ্র কার নামে ঘোষণা করা হয়েছে ?

(ক) মুকেশ আম্বানি   

(খ) রতন টাটা    

(গ) অটল বিহারী বাজপেয়ী    

(ঘ) নীতা আম্বানি  

 

১১। সম্প্রতি গালফ অয়েল এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছেন স্মৃতি মান্দানাকে ।

১২। সম্প্রতি 2022 সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে Ales Bialiatski, the Ukrainian NGO Center for Civil Liberties, and the Russian human rights organisation Memorial।

১৩। ICICI Bank সম্প্রতি “স্মার্ট ওয়্যার” সুবিধা চালু করেছে ।



আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুনDownload PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here


বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ৮ই অক্টোবর ২০২২ দেখুন