Daily Bengali Current Affairs 15th October 2022
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 15th October 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৫ই অক্টোবর ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল –
১। সম্প্রতি “মেঘ কায়াক উৎসব 2022” কোথায় শুরু হয়েছে ?
(ক) মহারাষ্ট্র
(খ) উত্তর প্রদেশ
(গ) মেঘালয়
(ঘ) পাঞ্জাব ।
২। সম্প্রতি “আন্তর্জাতিক ই-বর্জ্য দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 12 অক্টোবর
(খ) 13 অক্টোবর
(গ) 14 অক্টোবর
(ঘ) 15 অক্টোবর
।
৩। সাম্প্রতিক WWF রিপোর্ট অনুসারে, 1970 সাল থেকে বন্যপ্রাণীর
জনসংখ্যা কত শতাংশ কমেছে ?
(ক) 51%
(খ) 60%
(গ) 69%
(ঘ) 45% ।
৪। সম্প্রতি 6 তম জাতীয় মহিলা ম্যারাথন 2022 কোথায় আয়োজিত হয়েছিল
?
(ক) উত্তর প্রদেশ
(খ) মুম্বাই
(গ) মধ্য প্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৫। সম্প্রতি “UN Counter Terror Panel”-এর আয়োজন
করবে কোন দেশ ?
(ক) ভারত
(খ) স্পেন
(গ) ইংল্যান্ড
(ঘ) ফ্রান্স ।
৬। সম্প্রতি কোথায় DefExpo এর 12 তম সংস্করণ শুরু হবে ?
(ক) মুম্বাই
(খ) পুনে
(গ) জয়পুর
(ঘ) গান্ধীনগর ।
৭। সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা নতুন “বৈদ্যুতিক যান নীতি”
অনুমোদন করেছে ?
(ক) রাজস্থান
(খ) অন্ধ্র প্রদেশ
(গ) উত্তর প্রদেশ
(ঘ) গুজরাট ।
৮। সম্প্রতি “সন্স অফ মা ভারতী” ওয়েবসাইট কে চালু করবেন ?
(ক) জে পি নাড্ডা
(খ) নরেন্দ্র মোদি
(গ) রাজনাথ সিং
(ঘ) অমিত শাহ ।
৯। সম্প্রতি ‘আদর্শ স্বিকা’ কোন দেশে ভারতের রাষ্ট্রদূত নিযুক্ত
হয়েছেন ?
(ক) দক্ষিন আফ্রিকা
(খ) ইংল্যান্ড
(গ) কুয়েত
(ঘ) বাংলাদেশ ।
১০। সম্প্রতি রাষ্ট্রপতি মুর্মু কোন IIT-তে সুপার কম্পিউটার সুবিধার
উদ্বোধন করেছেন ?
(ক) IIT Delhi
(খ) IIT Palakkad
(গ) IIT Tirupti
(ঘ) IIT Guwahati ।
১১।
সম্প্রতি গুজরাটে “গুজরাট গৌরব যাত্রা” শুরু করেছেন জে পি নাড্ডা ।
১২। সম্প্রতি আইনমন্ত্রীদের
সর্বভারতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে গুজরাটে ।
১৩। আবদুল লতিফ রশিদ
ইরাক দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ।
আজকের Daily Current
Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here
Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here
বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ১৪ই অক্টোবর ২০২২ দেখুন ।