Daily Bengali Current Affairs 21st September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। কোন রাজ্য সম্প্রতি বিধ্বংসী ভূমিকম্পের স্মরণে দুর্যোগ ঝুঁকি
হ্রাস দিবস উদযাপন করেছে ?
(ক) উত্তর প্রদেশ
(খ) মধ্য প্রদেশ
(গ) সিকিম
(ঘ) ওড়িশা ।
২। সম্প্রতি “আন্তর্জাতিক বধির সপ্তাহ” কবে থেকে শুরু হয়েছে ?
(ক) 17 সেপ্টেম্বর
(খ) 16 সেপ্টেম্বর
(গ) 19 সেপ্টেম্বর
(ঘ) 18 সেপ্টেম্বর
।
৩। উত্তরপ্রদেশের কোন শহরকে সম্প্রতি প্রথম SCO পর্যটন ও সাংস্কৃতিক
রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে ?
(ক) গোরখপুর
(খ) অযোধ্যা
(গ) বারাণসী
(ঘ) লাদাখ ।
৪। সাধারণ মানুষের অভিযোগের জন্য সম্প্রতি কোথায় চালু করা হয়েছে
“CM the Haci” পোর্টাল ?
(ক) লাদাখ
(খ) বেঙ্গালুরু
(গ) ইম্ফল
(ঘ) পুনে ।
৫। সম্প্রতি Adobe ফিগমা ডিজাইন প্ল্যাটফর্ম কত মিলিয়ন
ডলারে অধিগ্রহণ করেছে ?
(ক) 20
(খ) 50
(গ) 30
(ঘ) 40 ।
৬। সম্প্রতি প্রাক্তন সেনা কল্যাণ বিভাগের সচিব কে হলেন ?
(ক) বিনোদ আগরওয়াল
(খ) শৈলেশ চন্দ্র
(গ) মুকুল রোহতগী
(ঘ) বিজয় কুমার
।
৭। সম্প্রতি চীনকে পেছনে ফেলে শ্রীলঙ্কার সবচেয়ে বড় ঋণদাতা
হিসেবে আবির্ভূত হয়েছে কোন দেশ ?
(ক) বাংলাদেশ
(খ) ফ্রান্স
(গ) ভারত
(ঘ) আমেরিকা ।
৮। সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন দেশে তিন দিনের
সরকারি সফরে গেছেন ?
(ক) আমেরিকা
(খ) স্পেন
(গ) মিশর
(ঘ) জাপান ।
৯। সম্প্রতি আদানি গ্রীন কোন রাজ্যে 325 মেগাওয়াট বায়ু বিদ্যুৎ
প্রকল্প শুরু করেছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) অন্ধ্র প্রদেশ
(গ) মধ্য প্রদেশ
(ঘ) উত্তর প্রদেশ ।
১০। সম্প্রতি জম্মু ও কাশ্মীরে প্রথম মাল্টিপ্লেক্স কোথায় খোলা
হয়েছে ?
(ক) লাদাখ
(খ) পুলওয়ামা
(গ) শ্রীনগর
(ঘ) অনন্তনাগ ।
১২। সম্প্রতি সেনাপ্রধান মনোজ পান্ডে লাদাখে কার্গিল আন্তর্জাতিক ম্যারাথনের উদ্বোধন করেছেন ।
১৩। বাংলাদেশের ক্রিকেটার রুবেল হোসেন সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন ।