Latest

Thursday, September 22, 2022

Daily Bengali Current Affairs 22nd September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২২শে সেপ্টেম্বর ২০২২

 Daily Bengali Current Affairs 22nd September 2022



প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 22nd September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২২শে সেপ্টেম্বর ২০২২ ।

বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...

PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।

Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।

আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -

১। সম্প্রতি কোন রাজ্য সরকার ‘লাইভলিহুড অ্যাকশন প্ল্যান’-এর জন্য 261 কোটি টাকা বিনিয়োগ করবে ?

(ক) পশ্চিমবঙ্গ   

(খ) মধ্য প্রদেশ   

(গ) ওড়িশা   

(ঘ) পাঞ্জাব  

২। সম্প্রতি “আন্তর্জাতিক শান্তি দিবস” কবে পালিত হয়েছে ?

(ক) 20 সেপ্টেম্বর     

(খ) 19 সেপ্টেম্বর     

(গ) 21 সেপ্টেম্বর      

(ঘ) 18 সেপ্টেম্বর 

৩। সম্প্রতি কোথায় ভিজিল্যান্স অফিসারদের জন্য 05 দিনের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে ?

(ক) গোরখপুর    

(খ) অযোধ্যা    

(গ) লেহ    

(ঘ) লাদাখ  

৪। সম্প্রতি কোন রাজ্যে পাং লাবসোল উৎসব 2022 পালিত হয়েছে ?

(ক) অন্ধ্র প্রদেশ   

(খ) আসাম    

(গ) সিকিম  

(ঘ) ওড়িশা  

৫। সম্প্রতি কোন ব্যাঙ্ক কিষাণ ক্রেডিট কার্ডের ডিজিটাইজেশন ঘোষণা করেছে ?

(ক) UBI   

(খ) SBI   

(গ) PNB   

(ঘ) ICICI  

৬। সম্প্রতি কে “স্কেল অ্যাপ” চালু করেছেন ?

(ক) রাজনাথ সিং   

(খ) পীযূষ গয়াল    

(গ) এস জয়শঙ্কর    

(ঘ)  ধর্মেন্দ্র প্রধান  

৭। Hero MotoCorp সম্প্রতি EV চার্জিং পরিকাঠামো স্থাপনের জন্য কার সাথে চুক্তি করেছে ?

(ক) Tata Power     

(খ) Reliance    

(গ) HPCL     

(ঘ) Adani Group  

৮। সম্প্রতি কে মর্যাদাপূর্ণ স্মিতা পাতিল মেমোরিয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন ?

(ক) ঐশ্বর্য রাই    

() শ্রদ্ধা কাপুর     

(গ) আলিয়া ভাট    

(ঘ) দীপিকা পাড়ুকোন  

৯। সম্প্রতি কোন রাজ্যের মন্ত্রিসভা মদ তৈরিকে বৈধ করার সিদ্ধান্ত নিয়েছে ?

(ক) আসাম   

(খ) মহারাষ্ট্র   

(গ) মণিপুর    

(ঘ) উত্তর প্রদেশ  

১০। সম্প্রতি কোন ভাষার চলচ্চিত্র “Chhelo Show” অস্কার 2023 এর জন্য মনোনীত হয়েছে ?

(ক) হিন্দি    

(খ) কন্নড়    

(গ) গুজরাটি    

(ঘ) তামিল  


১১। মহারাষ্ট্র রাজ্য সরকার সম্প্রতি “দৌলতাবাদ ফোর্ট”-এর নাম পরিবর্তন করে “দেবগিরি ফোর্ট” করার ঘোষণা করেছে।
১২। সম্প্রতি, AIBD-এর ভারতের সভাপতিত্বের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়েছে ।
১৩। UNEP সম্প্রতি সামুদ্রিক পর্যটনের প্রচারের জন্য “গ্রিন ফিন্স হাব” নামে একটি বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে ।




আজকের Daily Current Affairs Bengali PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন - Download PDF Here

Daily Current Affairs in Bengali Black & White PDF টি ডাউনলোড করতে নীচের ডাউনলোড বটনে ক্লিক করুন – Download PDF Here