Daily Bengali Current Affairs 20th September 2022
প্রিয় বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, Daily Bengali Current Affairs 20th September 2022 || বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স ২০শে সেপ্টেম্বর ২০২২ ।
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ভারতের প্রথম পরিচ্ছন্ন সুজল রাজ্যে পরিণত হয়েছে কোনটি
?
(ক) উত্তর প্রদেশ
(খ) মধ্য প্রদেশ
(গ) আন্দামান - নিকোবর
(ঘ) ওড়িশা ।
২। সম্প্রতি “আন্তর্জাতিক সমান বেতন দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 17 সেপ্টেম্বর
(খ) 16 সেপ্টেম্বর
(গ) 18 সেপ্টেম্বর
(ঘ) 19 সেপ্টেম্বর
।
৩। কোন রাজ্য সরকার সম্প্রতি স্কুলগুলিতে বাধ্যতামূলক খেলাধুলার
সময়কাল এবং “নো ব্যাগ ডে” চালু করার সিদ্ধান্ত নিয়েছে?
(ক) পাঞ্জাব
(খ) হরিয়ানা
(গ) বিহার
(ঘ) উত্তরাখণ্ড ।
৪। সম্প্রতি 2022 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে বজরং পুনিয়া কোন
পদক জিতেছে ?
(ক) সোনা
(খ) রূপা
(গ) ব্রোঞ্জ
(ঘ) কোনটিই নয় ।
৫। সম্প্রতি ডুরান্ড কাপের 131তম সংস্করণ কে জিতেছে
?
(ক) Bengaluru FC
(খ) Mumbai City FC
(গ) Hyderabad FC
(ঘ) Goa FC ।
৬। সম্প্রতি LIC India লিমিটেডের সি এম ডি কে হয়েছেন ?
(ক) প্রলয় মন্ডল
(খ) সুমন্ত কাঠপালিয়া
(গ) বি কে ত্যাগী
(ঘ) প্রসন্ন কুমার
মতুপল্লী ।
৭। সম্প্রতি কোন রাজ্যের লেফটেন্যান্ট গভর্নর 120 ফুট লম্বা
জাতীয় পতাকা জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন ?
(ক) আসাম
(খ) পাঞ্জাব
(গ) জম্মু কাশ্মীর
(ঘ) তামিলনাড়ু ।
৮। সম্প্রতি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পর্যটন মন্ত্রীদের জাতীয়
সম্মেলন কোথায় আয়োজিত হয়েছে ?
(ক) অরুনাচল প্রদেশ
(খ) পশ্চিমবঙ্গ
(গ) হিমাচল প্রদেশ
(ঘ) রাজস্থান ।
৯। কোন রাজ্য সরকার সম্প্রতি “নীতি আয়োগ”-এর মতো একটি সংস্থা গঠন
করবে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) উত্তর প্রদেশ
(গ) মহারাষ্ট্র
(ঘ) দিল্লী ।
১০। সম্প্রতি কোন রাজ্যে 512টি নতুন ইন্দিরা রান্না (Indira
cooks) শুরু হয়েছে ?
(ক) উত্তরাখণ্ড
(খ) কর্ণাটক
(গ) রাজস্থান
(ঘ) পাঞ্জাব ।
১১। তেলেঙ্গানা রাজ্য সরকার সম্প্রতি তফসিলি জাতির সংরক্ষণ 6% থেকে বাড়িয়ে 10% করবে।
১৩। সম্প্রতি বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সে দেবেন্দ্র ঝাঁঝাদিয়া রূপার পদক জিতেছেন ।