Daily Bengali Current Affairs 1st September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কৃষি শ্রমিকদের সন্তানদের
জন্য ‘বিদ্যানিধি যোজনা’ প্রসারিত করেছেন ?
(ক) মহারাষ্ট্র
(খ) উত্তরাখন্ড
(গ) কর্ণাটক
(ঘ) জম্মু ও কাশ্মীর।
২। সম্প্রতি কোন দিনে মালয়েশিয়া তার স্বাধীনতা দিবস উদযাপন করেছে
?
(ক) 29 আগস্ট
(খ) 28 আগস্ট
(গ) 31 আগস্ট
(ঘ) 30 আগস্ট ।
৩। সম্প্রতি থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত
করা হয়েছে ?
(ক) প্রণয় কুমার ভার্মা
(খ) বিক্রম দোরাইস্বামী
(গ) নাগেশ সিং
(ঘ) অশোক কুমার ।
৪। সম্প্রতি মন্ত্রিসভার নিয়োগ কমিটির দ্বারা IMF-এ ভারতের নির্বাহী
পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে ?
(ক) মিঃ মুঞ্জপাড়া
(খ) রবিন্দর টক্কর
(গ) কৃষ্ণমূর্তি সুব্রহ্মণ্যম
(ঘ) হিমাংশু কাপানিয়া ।
৫। সম্প্রতি কোন রাজ্যে একটি ‘বিশাল মেডিসিন পার্ক’ স্থাপন করা
হবে ?
(ক) অন্ধ্র প্রদেশ
(খ) বারাণসী
(গ) চণ্ডীগড়
(ঘ) বিহার ।
৬। সম্প্রতি মার্সিডিজ-বেঞ্জ ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং
CEO কে হয়েছেন ?
(ক) এস জয়শঙ্কর
(খ) মোহাম্মদ আজহার
(গ) রাজেশ ভার্মা
(ঘ)
সন্তোষ আইয়ার ।
৭। সম্প্রতি কে মিস ডিভা ইউনিভার্স 2022 হয়েছেন ?
(ক) হারনাজ সান্ধু
(খ) খুশি প্যাটেল
(গ) দিভিতা রাই
(ঘ) সিনি শেঠি ।
৮। সম্প্রতি বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ “বেদিক প্ল্যানেটেরিয়াম
টেম্পল” কোথায় নির্মিত হবে ?
(ক) ঝাড়খণ্ড
(খ) নাগপুর
(গ) পশ্চিমবঙ্গ
(ঘ) পাঞ্জাব ।
৯। সম্প্রতি মহারাষ্ট্রে “দিব্যাং পার্ক” কোথায় উদ্বোধন করা হয়েছে
?
(ক) পোখরান
(খ) শ্রীহরিকোটা
(গ) নাগপুর
(ঘ) বারাণসী ।
১০। অভিজিৎ সেন সম্প্রতি মারা গেছেন, তিনি কে ছিলেন ?
(ক) ফুটবলার
(খ) ক্রিকেটার
(গ) অর্থনীতিবিদ
(ঘ) গায়ক ।
১২। সম্প্রতি বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি হয়েছেন গৌতম আদানি ।