Daily Bengali Current Affairs 15th September 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি শিল্প বিনিয়োগ আকর্ষণকারী রাজ্যগুলির তালিকায় কে
শীর্ষে রয়েছেন ?
(ক) উত্তর প্রদেশ
(খ) দিল্লী
(গ) অন্ধ্র প্রদেশ
(ঘ) মহারাষ্ট্র ।
২। সম্প্রতি “হিন্দি দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) 12 সেপ্টেম্বর
(খ) 15 সেপ্টেম্বর
(গ) 14 সেপ্টেম্বর
(ঘ) 13 সেপ্টেম্বর
।
৩। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা
সংস্থা বুর্জিল হোল্ডিংস এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে ?
(ক) অক্ষয় কুমার
(খ) আমির খান
(গ) শাহরুখ খান
(ঘ) শাহিদ কাপুর ।
৪। সম্প্রতি দ্বিতীয়বারের মতো ভারতের অ্যাটর্নি জেনারেল কে হবেন
?
(ক) প্রসাদ কে পানিকর
(খ) রাজেশ ভার্মা
(গ) মুকুল রোহতগী
(ঘ) সঞ্জয় বারু ।
৫। সম্প্রতি সিনিয়র কূটনীতিক প্রকাশ চন্দ্র কোন জায়গায় ভারতের
রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন ?
(ক) ইরিত্রিয়া
(খ) মালয়েশিয়া
(গ) সিঙ্গাপুর
(ঘ) জাপান ।
৬। সম্প্রতি নতুন বই “Will Power” কে লিখেছেন ?
(ক) রবি কিষাণ টক্কর
(খ) সত্যেন্দ্র প্রকাশ
(গ) রবিন্দর টক্কর
(ঘ)
সোজার্ড মারিন ।
৭। কোন রাজ্য সরকার সম্প্রতি 6টি কেন্দ্রীয় কারাগারে “ART
বিতরণ কেন্দ্র” চালু করেছে ?
(ক) গুজরাট
(খ) ম্যাঙ্গোলিয়া
(গ) আসাম
(ঘ) অন্ধ্র প্রদেশ ।
৮। সম্প্রতি ভারতের প্রথম বনবিদ্যা বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত
হবে ?
(ক) মধ্য প্রদেশ
(খ) মণিপুর
(গ) তেলেঙ্গানা
(ঘ) মধ্য প্রদেশ ।
৯। সম্প্রতি, ভারতের নৌবাহিনী এবং কোন দেশের মধ্যে JIMEX 2022 সামরিক
মহড়া শুরু হয়েছে ?
(ক) শ্রীলংকা
(খ) অস্ট্রেলিয়া
(গ) জাপান
(ঘ) সিঙ্গাপুর ।
১০। সম্প্রতি জিন-লুক গডার্ড মারা গেছেন তিনি কে ?
(ক) কবি
(খ) গায়ক
(গ) চলচ্চিত্র প্রযোজক
(ঘ) সাংবাদিক
।
১২। পাঞ্জাব রাজ্য সরকার সম্প্রতি জাতীয় পুরস্কার প্রাপকদের মাসিক উপবৃত্তি দেওয়ার ঘোষণা করেছে ।
১৩। সাম্প্রতিক G-20 প্রেসিডেন্সির সময় ভারত বাংলাদেশকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানাবে ।