Daily Bengali Current Affairs 7th August 2022
বন্ধুরা তোমরা জানো কারেন্ট অ্যাফেয়ার্স সকল competitive exam এর জন্য খুবই গুরুত্বপূর্ণ । তাই আমরা তোমাদের সুবিধার্থে প্রতিদিনের গুরুত্বপূর্ণ বাছাই করা দশটি কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করব । তাই দেরি না করে আজকের গুরুত্বপূর্ণ Daily Current Affairs in Bengali গুলি দেখে নাও...
PDF ডাউনলোডের লিঙ্ক নীচে দেওয়া আছে তোমারা প্রয়োজনে pdf টি ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারো ।
Daily Current Affairs in Bengali গুলি MCQ আকারে দেওয়া রয়েছে ।
আজকের গুরুত্বপূর্ণ দশটি কারেন্ট অ্যাফেয়ার্স হল -
১। সম্প্রতি ভারতের প্রথম “হিমালয়ান স্পাইস গার্ডেন” কোথায় প্রতিষ্ঠিত
হয়েছে ?
(ক) সিমলা
(খ) লেহ
(গ) রানীক্ষেত
(ঘ) ধর্মশালা ।
২। সম্প্রতি “হিরোশিমা দিবস” কবে পালিত হয়েছে ?
(ক) ৫ আগস্ট
(খ) ৭ আগস্ট
(গ) ৬ আগস্ট
(ঘ) ৯ আগস্ট ।
৩। সম্প্রতি কোন রাজ্য গরু গ্রহণের জন্য “পুণ্যকোটি দত্তু স্কিম”
শুরু করে প্রথম হয়েছে ?
(ক) গুজরাট
(খ) কর্ণাটক
(গ) উত্তরপ্রদেশ
(ঘ) পশ্চিমবঙ্গ ।
৪। বজরং পুনিয়া সম্প্রতি CWG 2022-এ রেসলিং ইভেন্টে কোন পদক জিতেছে
?
(ক) ব্রোঞ্জ
(খ) সিলভার
(গ) সোনা
(ঘ) কিছুই না ।
৫। সাম্প্রতিক ফরচুন গ্লোবাল 500 তালিকা 2022-এ কোন কোম্পানি টানা
9ম বছরে শীর্ষে আছে ?
(ক) ওয়ালমার্ট
(খ) আমাজন
(গ) মাইক্রোসফট
(ঘ) ডানজ ।
৬। কোন দেশ সম্প্রতি 2022 সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের
সন্ত্রাসবিরোধী কমিটির সভাপতিত্ব করছে ?
(ক) জপান
(খ) চীন
(গ) আমেরিকা
(ঘ) ভারত ।
৭। সম্প্রতি ভারত মরিশাস উচ্চ ক্ষমতাসম্পন্ন যৌথ বাণিজ্য কমিটির
প্রথম বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
(ক) মহারাষ্ট্র
(খ) কর্ণাটক
(গ) নিউ দিল্লী
(ঘ) পাঞ্জাব ।
৮। সম্প্রতি কোন IIT NPCI কে ডিজিটাল লেনদেনে সাহায্য করবে ?
(ক) IIT Delhi
(খ) IIT Madrash
(গ) IIT Kanpur
(ঘ) IIT Kharagpur ।
৯। সম্প্রতি BharatPe নতুন CFO হিসাবে কাকে মনোনীত করেছে ?
(ক) দীনেশ গুণবর্ধন
(খ) ফয়েজ হামিদ
(গ) নলিন নেগি
(ঘ) সঞ্জয়
বারু ।
১০। কোন দেশের প্রাক্তন বক্সিং বিশ্ব চ্যাম্পিয়ন জনি ফেমচন সম্প্রতি
মারা গেছেন ?
(ক) বাংলাদেশ
(খ) সৌদি আরব
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) ভারত ।
১২। সম্প্রতি IDF ওয়ার্ল্ড ডেইরি সামিট 2022 অনুষ্ঠিত হবে নতুন দিল্লিতে ।